নিজস্ব প্রতিবেদন: সারদাকাণ্ডে ফের তলব করা হল শিল্পী শুভাপ্রসন্ন ও ব্যবসায়ী শিবাজি পাঁজাকে। মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দিতে পারেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সূত্রের খবর, সিবিআই আধিকারিকদের হাতে সারদা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য এসেছে। তা নিয়েই দুজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।


কেন শুভাপ্রসন্ন ও শিবাজি পাঁজাকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ?


ভোগান্তির দ্বিতীয় দিন, অ্যাপ ক্যাব চালকদের পাশাপাশি মঙ্গলবার ধর্মঘটে হলুদ ট্যাক্সিও


সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে একটি এক্সিবিসন হয়েছিল। সেই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন শিবাজি পাঁজা ও শুভাপ্রসন্ন। কিছুদিন আগেও শুভাপ্রসন্নকে তলব করা হয়েছিল। সেদিন সারদাকর্তা সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু এদিন আর্থিক লেনদেনের বাইরে এক্সিবিসন সংক্রান্ত নানা প্রশ্ন শুভাপ্রসন্নকে করা হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগেও রোজভ্যালিকাণ্ডে ব্যবসায়ী শিবাজি পাঁজাকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। কিন্তু সেবার হাজিরা এড়িয়ে যান শিবাজি পাঁজা। এবার সারদাকাণ্ডে তলব করা হল।


 গত শনিবার  সিবিআই-এর তরফে তাঁদের নোটিস পাঠানো হয়।  চলতি সপ্তাহে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে।