মমতা আঁকলেন মায়ের চোখ

Updated By: Sep 20, 2017, 11:19 AM IST
মমতা আঁকলেন মায়ের চোখ

নিজস্ব প্রতিবেদন: মমতাভুজা। হ্যাঁ, বাংলা অভিধানে এই শব্দকে এবার নথিভুক্ত করা ছাড়া আর কোনও উপায় নেই। তিনি গান লেখেন, সুর দেন, ছবি আঁকেন, কবিতা লেখেন। সবই তাঁর এক তুড়ির ব্যাপার। পুজোতে গান লিখেছেন, সুর করেছেন আগেই। এমনকি তিনি প্রতিমা শিল্পীও। প্রতিবারের মতই এবারও চেতলা অগ্রণীতে তুলি হাতে দেখা গেল 'দিদিমণি'কে। মেহগনি গাছের গুড়ি দিয়ে তৈরি দেবী প্রতিমার তৃতীয় নয়নে তুলি বুলিয়ে ববি হাকিমের পুজো নামে খ্যাত চেতলা অগ্রণীর মণ্ডপ উদ্বোধন করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

পাঠকদের জন্য পুজো স্পেশ্যাল- দেবীরূপের মাহাত্ম্যটা স্মরণে রেখে যেন কাজ করেন আজকের দুর্গারা 

তবে এটাই প্রথমবার নয়। তৃণমূল সুপ্রিমোর হাতে দেবী প্রতিমার চক্ষুদান, এই রীতি প্রথম শুরু করেছিলেন বিশ্বখ্যাত বডি পেইন্টার সনাতন দিন্দা। চেতলা অগ্রণীতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেবী দুর্গার চোখ আঁকিয়ে গোটা দেশে সারা ফেলে দিয়েছিলেন শিল্পী সনাতন। তারপর থেকে সেই ট্র্যাডিশনই ধরে রেখেছে মন্ত্রী ফিরহাদ হাকিমের পাড়ার পুজো। আর সেটা মেনেই এবার সনাতনের পথই আরও একবার অনুসরণ করলেন শিল্পী ভবতোষ সুতার।

পাঠকদের জন্য পুজো স্পেশ্যাল- রেডিও ধার্মিক মীরের কাছে মহীষাসুরমর্দিনী আজও গাইডবুক  

.