ওয়েব ডেস্ক: পথ দুর্ঘটনায় জখম পথচারীকে হাসপাতালে নেওয়ার নাম করে গাড়িতে তুলেও ফেলে দেওয়া হল রাস্তাতেই। পথেই মৃত্যু আহত শেখ সেলিমের। পরে দেহ উদ্ধার করে পুলিস। গতকাল রাতে টালিগঞ্জ সার্কুলার রোডে দুর্ঘটনায় জখম হন ওই পথচারী।
বিক্ষোভের মুখে পড়ে তাঁকে হাসপাতালে পৌছে দেওয়ার প্রতিশ্রুতি দেয় মিনিডোর চালক। কিন্তু, সবার চোখের আড়ালে যেতেই, অমানবির রূপ চালক-খালাসির। দুর্ঘটনার খবর পেয়ে, বাড়ির লোকজন হন্যে হয়ে ওই চত্বরে বিভিন্ন হাসপাতালে খুঁজতে থাকে সেলিমকে। শেষপর্যন্ত আজ সকালে একটি নর্দমার পাশে মেলে তাঁর দেহ।
এদিকে, এদিকে, সোমবার রাতে বড়বাজারের অমরতলা লেনের আগুন নিভেছে মঙ্গলবার দুপুরে। প্রায় ১৫ ঘণ্টার লড়াই। আগুনকে বাগে আনতে বেজায় সমস্যায় পড়েন দমকল কর্মীরা। সরু গলি। ঢুকতেই পারেনি দমকল। পাশের বাড়ির ছাদ থেকেই শুরু হয় আগুন নেভানোর কাজ। (আরও পড়ুন- প্রেসিডেন্সিতে রাতভর ঘেরাও রেজিস্ট্রার )
জখম পথচারীকে হাসপাতালে নেওয়ার নামে গাড়িতে তুলেও রাস্তাতে নিক্ষেপ