জন্ডিসে আতঙ্ক ছড়াল হরিদেবপুরে

হরিদেবপুর থানার পূর্ব বড়িশা এলাকায় ছড়িয়ে পড়েছে জনডিস। কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের ইশান ঘোষ রোডে, বেশ কয়েকটি পরিবারের সদস্যের শরীরে জনডিস ধরা পড়েছে। পুরসভার সরবরাহ করা জলের দূষণ থেকেই জনডিস ছড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

Updated By: Jan 2, 2012, 04:13 PM IST

হরিদেবপুর থানার পূর্ব বড়িশা এলাকায়  ছড়িয়ে পড়েছে জনডিস। কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের ইশান ঘোষ রোডে, বেশ কয়েকটি পরিবারের সদস্যের শরীরে জনডিস ধরা পড়েছে। পুরসভার সরবরাহ করা জলের দূষণ থেকেই জনডিস ছড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোগ ছড়িয়ে পড়ার খবর পেয়ে দিনদুয়েক আগে এলাকা পরিদর্শন করে গিয়েছেন পুরসভার প্রতিনিধিরা। তাঁরা জলের নমুনা সংগ্রহ করেছেন। ভূগর্ভস্থ পাইপলাইনও পরীক্ষা করে দেখেছেন। কিন্তু, জনডিস ব্যাপক আকারে ছড়িয়ে পড়লেও, পুরসভার তরফে এখনও কোনও মেডিক্যাল টিম এলাকায় যায়নি। কোনও স্বাস্থ্যশিবিরও খোলা হয়নি। কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, এলাকায় পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা নেই। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন মেয়র।

.