ওয়েব ডেস্ক: পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র। একইসঙ্গে পদত্যাগ করছেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল লক্ষ্মী গুপ্তও। চব্বিশ ঘণ্টাকে জয়ন্ত মিত্র জানিয়েছেন, বিভিন্ন মামলায় সরকারের সঙ্গে তাঁর মতের অমিল হয়েছে। ভবিষ্যতে সম্পর্ক আরও খারাপ হোক চান না তিনি। সেকারণেই পদত্যাগের সিদ্ধান্ত।


অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল লক্ষ্মী গুপ্ত জানিয়েছেন, পুরোটাই একটা টিম ওয়ার্ক। টিম ভাঙলে কাজ করা যায় না, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রসঙ্গত, পূর্বতন অ্যাডভোকেট জেনারেল বিমল চ্যাটার্জী পদত্যাগ করলে, ২০১৪ সালের ১৭ই ডিসেম্বর তাঁর আসনে স্থাভিষিক্ত হয়েছিলেন আইনজ্ঞ জয়ন্ত মিত্র। ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর জয়ন্ত মিত্র ছিলেন তৃতীয় অ্যাডভোকেট জেনারেল।


আরও পড়ুন- গড়িয়ায় কিশোরীর নৃশংস হত্যাকাণ্ডের জেরে এলাকাজুড়ে বিক্ষোভের আগুন