যাদবপুর বইমেলা বন্ধের নিন্দায় বিশিষ্টজনেরা, ব্যতিক্রম শাঁওলি মিত্র
দুষ্কৃতীদের হুমকির জেরে যাদবপুর বইমেলা বন্ধ হয়ে যাওয়ার নিন্দা করলেন বিশিষ্টজনেরা। সকলেরই দাবি, যাদবপুর বইমেলা চালু করতে উদ্যোগ নিক রাজ্য সরকার। কিন্তু ব্যতিক্রম শাঁওলি মিত্র। বাংলা আকাদেমির সভাপতি শাঁওলি মিত্র বুঝিয়ে দিলেন, ইস্যু নয়, পদই তাঁর কাছে সব চেয়ে বড়।
দুষ্কৃতীদের হুমকির জেরে যাদবপুর বইমেলা বন্ধ হয়ে যাওয়ার নিন্দা করলেন বিশিষ্টজনেরা। সকলেরই দাবি, যাদবপুর বইমেলা চালু করতে উদ্যোগ নিক রাজ্য সরকার। কিন্তু ব্যতিক্রম শাঁওলি মিত্র। বাংলা আকাদেমির সভাপতি শাঁওলি মিত্র বুঝিয়ে দিলেন, ইস্যু নয়, পদই তাঁর কাছে সব চেয়ে বড়।
যাদবপুর বইমেলা উদ্বোধন করার কথা ছিল স্থানীয় সাংসদ কবীর সুমনের। শুক্রবার সেই মত মেলা প্রাঙ্গনে পৌছে যান তিনি। কিন্তু পুলিসের বাধায় খোলেনি বইমেলা। জানা যায়, এই বইমেলায় বন্ধ করতে উদ্যোক্তাদের হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। যাঁদের নামে এফআইআর দায়ের হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজন আবার স্থানীয় তৃণমূল নেতাও। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিষয়টি জানান কবীর সুমন। সে কথা স্বীকার করছেন শিক্ষামন্ত্রী। তবে ব্রাত্য বসুর বক্তব্য, ঠাসা কর্মসূচির জেরে তাঁর পক্ষে উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।
যাদবপুর বইমেলা বন্ধ করে দেওয়ায় প্রথম প্রতিবাদ করেন কবি শঙ্খ ঘোষ। এরপর একে একে তালিকাটা ক্রমশ বড় হচ্ছে।
যদিও ব্যতিক্রম শাঁওলি মিত্র।