ঘটে গেল শনি-বৃহস্পতির বিরল যুগলবন্দি

কলকাতার মতো শহর থেকে দৃশ্যটি আবছা দেখা গিয়েছে।

Updated By: Dec 21, 2020, 08:00 PM IST
ঘটে গেল শনি-বৃহস্পতির বিরল যুগলবন্দি

নিজস্ব প্রতিবেদন: দুর্দান্ত এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকল এই সময়ের মানুষ। বিরলতম এক মহাজাগতিক দৃশ্য উপভোগ করল এই প্রজন্ম। 
একটু আগেই দিগন্তে হয়ে গেল সেই  Conjunction, যাকে বলা হচ্ছে বৃহস্পতি-শনির এক অতি বিরল গ্রহসংযোগ (Jupiter-Saturn Great Conjunction)!

সকলেই, বিশেষত উত্তর গোলার্ধের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই ঘটনার। আজ তাঁরা চোখ ভরে দেখলেন এই বিস্ময়ব্যাপার। গতকালই কলকাতার সন্তোষপুর এলাকা থেকে আবছা ভাবে দেখা গিয়েছিল ক্রমশ কাছাকাছি আসা বৃহস্পতি-শনিকে। আজও দেখা গিয়েছে। তবে কলকাতা থেকে অল্প আলোয় দক্ষিণ-পশ্চিম দিগন্ত খোলা পাওয়া খুবই কঠিন। 

আজ সূর্যাস্তের পরে সন্ধের আকাশে দেখা গিয়েছে এই দৃশ্য। যে যে অঞ্চলে দক্ষিণ-পশ্চিম দিগন্ত খোলা পাওয়া গিয়েছে সেখানে সন্ধে ৬টা থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত দু'টি গ্রহকে দক্ষিণ-পশ্চিম দিগন্তরেখার কাছাকাছি দেখা গিয়েছে বলে খবর।

সৌরজগতের সব চেয়ে বড় দু'টি গ্রহ বৃহস্পতি ও শনি যখন পরস্পরের খুব কাছাকাছি চলে এসেছিল তখন তাদের Angular Separation বা কৌণিক পার্থক্য ছিল ০.১ ডিগ্রি বা 6 Arcminutes (আর্কমিনিট)। Conjunction বা গ্রহসংযোগ গড়ে মোটামুটি ২০ বছর ছাড়া-ছাড়া ঘটে।

Also Read: আজ সন্ধের পরে থাকুন দক্ষিণ-পশ্চিম দিগন্তখোলা কোনও স্থানে; সাক্ষী থাকবেন বিরল মহাজাগতিক ঘটনার!

.