শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গপাধ্যায়ের গতকালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে জাগোবাংলার বৃহস্পতিবারের সম্পাদকীয়। তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয়তে প্রশ্ন তোলা হয়েছে যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন অথবা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি নিয়ে কেন বলবেন , আর সেই বলার সঙ্গে বিচার ব্যবস্থার কি যোগ আছে। প্রশ্ন তোলা হয়েছে যে তাহলে কি অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা মন্তব্য করেছিলেন সেটাকে কমব্যাট করার জন্যই এমন বলেছেন বিচারপতি। পাশাপাশি  প্রশ্ন করা হয়েছে যে এর ফলে একটা ঈর্ষার বিষয় স্পষ্ট হচ্ছে কিনা। গোটা সম্পাদকীয়তে বিভিন্ন বিষয় তুলে ধরে বোঝানোর চেষ্টা হয়েছে যে বিচারপতিদের কাজকর্ম বা মন্তব্যই তাদেরকে নিয়ে প্রশ্ন করার পরিবেশ তৈরি করে দিচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জাগোবাংলার বৃহস্পতিবারের সম্পাদকীয়তে বলা হয়েছে, ’যারা বিচার ব্যবস্থার ধারক ও বাহক অর্থাৎ বিচারক বা বিচারপতিরা শ্রদ্ধেয় এবং তাঁদেরকে সব বিতর্কের উর্ধ্বে রাখা উচিত। কিন্তু যদি বিচারপতি নিজে প্রকাশ্যে বিচারের বাইরে কোনও মন্তব্য করেন, একবার নয় বারবার, তাহলে পাল্টা প্রশ্ন করার অধিকারও সম্ভবত মানুষের থাকে’।


সম্পাদকীয়তে প্রশ্ন করা হয়েছে, ‘শুনানি চলাকালীন আইনজীবীকে তাঁর প্রশ্ন, শিক্ষক নিয়োগ নিয়ে অমর্ত্য সেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করেছেন কি না? কেন? প্রশ্ন উঠতে বাধ্য। হঠাৎ সে নিয়ে নোবেলজয়ী বলবেন কেন? আর যদি বলেও থাকেন, তাঁর সঙ্গে বিচার ব্যবস্থার কী সম্পর্ক’।


আরও পড়ুন: Legal Defence Council: কলকাতা-সহ ১০ জেলায় খুলল লিগ্যাল এইড ডিফ্যান্স কাউন্সিলের অফিস


নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে হাজির হন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিচারপতি বলেন,'প্রতীচী ট্রাস্ট গড়ে কাজ করছেন অর্মত্য সেন। সেখানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। নিয়োগ দুর্নীতির এই স্বীকৃত শিক্ষাবিদদের বক্তব্য় কী? ওঁরা তো অনেক বিষয়ে বলেন, এটা নিয়ে কিছু বলেন কি না, জানতে চাইছিলাম'।


আরও পড়ুন: Madhyamik 2023: ফেব্রুয়ারিতে মাধ্যমিক, পরীক্ষার দিন বদলের ভাবনা পর্ষদের...


আদালতে এই বিষয়ে অবশ্য সরাসরি কোনও মন্তব্য করেননি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, 'আমার মনে হয়, অমর্ত্য সেনের বলা বিষয়ে পুরো লেখাটা পড়লে বোঝা যাবে, যেভাবে দেখানো হচ্ছে, সেভাবে তিনি বলেননি। আমি পুরো লেখাটা পড়েছি। আর প্রতীচী ট্রাস্ট কাজ করতে গিয়ে সমস্যা অনুভব করছে'।      


লোকসভা ভোট নিয়ে অমর্ত্য সেনের মন্তব্যে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিশানা করেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'করোনার সময়ে কোথায় ছিলেন? ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের মৃত্যুর সময়ে কোথায় ছিলেন'? রাজনৈতিক নেতার মতো বক্তব্য রাখছেন অর্মত্য সেন। এই কথার সঙ্গে অর্থনীতিবিদ বা শিক্ষাবিদের কোনও সম্পর্ক আছে বলে আমার মনে হয় না'। তিনি আরও দাবি করান, 'মোদীজির আসনসংখ্যা আরও বাড়বে। চারশোর বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)