Justice Amrita Sinha: সিদ্ধান্ত বদল বিচারপতি অমৃতা সিনহার, তদন্তে ফিরলেন মিথিলেশ কুমার মিশ্র

'আমি অফিসারের সঙ্গে কথা বলেছি। সেদিন মিথিলেশ মিশ্রা প্রশ্নের উত্তর দিতে পারেননি। এই নিয়োগ দুর্নীতি মামলার গুরুত্ব অনেক। তিনি তদন্ত করতে সক্ষম নন।'

Updated By: Oct 13, 2023, 04:44 PM IST
Justice Amrita Sinha: সিদ্ধান্ত বদল বিচারপতি অমৃতা সিনহার, তদন্তে ফিরলেন মিথিলেশ কুমার মিশ্র

অর্ণবাংশু নিয়োগী: সিদ্ধান্ত বদল বিচারপতি অমৃতা সিনহার। নিয়োগ দুর্নীতির তদন্তে ফেরানো হল মিথিলেশ কুমার মিশ্রকে। ফের IO হচ্ছেন তিনি। প্রসঙ্গত মিথিলেশ কুমার মিশ্রের রায় পুর্নবিবেচনা করার মামলায় ইডির ডিরেক্টরের সঙ্গে কথা বলতে চায় আদালত। বিচারপতি অমৃতা সিনহা ভার্চুয়ালি কথা বলেন আদালতে। রুদ্ধদ্বার শুনানি হয়। তারপরই সিদ্ধান্ত বদল।  

প্রসঙ্গত, মিথিলেশ মিশ্র অযোগ্য। তিনি নিয়োগ দুর্নীতির তদন্ত করবেন না। নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। একইসঙ্গে গোটা রাজ্যের কোন তদন্ত-ই তিনি করবেন না, নির্দেশ ছিল বিচারপতির। সেই রায়কে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ইডি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা করে। আজ সেই মামলায় ইডির ডিরেক্টরের সঙ্গে কথা বলেন বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্তকারী অফিসার ছিলেন মিথিলেশ মিশ্র। কিন্তু তাঁর উপর ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, 'আমি অফিসারের সঙ্গে কথা বলেছি। সেদিন মিথিলেশ মিশ্রা প্রশ্নের উত্তর দিতে পারেননি। এই নিয়োগ দুর্নীতি মামলার গুরুত্ব অনেক। তিনি তদন্ত করতে সক্ষম নন।'

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এক যোগে তদন্ত করছে সিবিআই ও ইডি। সেই তদন্ত কতটা এগিয়েছে, রিপোর্ট দেখে ইডি-কে কার্যত তুলোধোনা করেছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর মন্তব্য ছিল, 'তদন্তের অগ্রগতি নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আমি একটা গন্ধ পাচ্ছি। যাঁরা আদালতে ঘরে এবং বাইরে আছেন বা অনলাইন আছেন। তারা বুঝতে পারছেন সবটা ঠিক নয়।' সঙ্গে ইডি-কে প্রশ্ন করেন, 'চাপে পড়ে গিয়েছেন? অনেক কাজের চাপ? এটা থেকে মুক্তি চাইছেন'? 

এরপর ফের মামলার শুনানি হয় হাইকোর্টে। তখনই বিচারপতি অমৃতা সিনহা বলেন, 'আমি অফিসারের সঙ্গে কথা বলেছি। সেদিন মিথিলেশ মিশ্রা প্রশ্নের উত্তর দিতে পারেননি। এই নিয়োগ দুর্নীতি মামলার গুরুত্ব অনেক। তিনি তদন্ত করতে সক্ষম নন'। যার পরিপ্রেক্ষিতে ইডির আইনজীবীর পালটা সওয়াল করেন। দ্রুত তদন্ত করা হবে বলে আশ্বাসও দেন।  কিন্তু সেই বক্তব্য অবশ্য ধোপে টেকেনি। ইডির অধিকর্তাকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, 'মিথিলেশ মিশ্রের জায়গায় অন্য কাউকে মামলায় যুক্ত করতে হবে।  রাজ্যের কোনও মামলায় থাকতে পারবেন না মিথিলেশ মিশ্র।'

আরও পড়ুন, Abhishek Banerjee: অভিষেকের আপ্তসহায়ককে তলব ইডি-র, পাল্টা মামলা হাইকোর্টে...

High Court: পঞ্চায়েত অবমাননা মামলায় রাজীবা সিনহার বিরুদ্ধে রুল ইস্যু হাইকোর্টের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.