আসানসোল গণধর্ষণকাণ্ডে সরব কবীর সুমন

আসানসোল গণধর্ষণকাণ্ডের প্রেক্ষিতে সরব হলেন তৃণমূল সাংসদ কবীর সুমন। প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নানা সময়ে শাসকদলের একাংশের নেতাদের মন্তব্যে দুষ্কৃতীরা উত্‍সাহ পাচ্ছে বলেও অভিযোগ করেছেন কবীর সুমন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজে নিয়ন্ত্রণহীনতা চলছে শাসকদলের একাংশের মন্তব্যে দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠেছে। 

Updated By: Oct 13, 2012, 08:49 PM IST

আসানসোল গণধর্ষণকাণ্ডের প্রেক্ষিতে সরব হলেন তৃণমূল সাংসদ কবীর সুমন। প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নানা সময়ে শাসকদলের একাংশের নেতাদের মন্তব্যে দুষ্কৃতীরা উত্‍সাহ পাচ্ছে বলেও অভিযোগ করেছেন কবীর সুমন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজে নিয়ন্ত্রণহীনতা চলছে
শাসকদলের একাংশের মন্তব্যে দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠেছে। 
আইনশৃঙ্খলা প্রশ্নে ফের একবার রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কবীর সাংসদ। প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শনিবার চব্বিশ ঘণ্টাকে দেওয়া এক একান্ত সাক্ষাত্কারে কবীর সুমন অভিযোগ করেন, প্রশাসনিক ব্যর্থতায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি টলোমলো। মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন তিনি।

.