Kanyashree-র মঞ্চে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে জমানো ২ হাজার টাকা দান হাওড়ার কন্যার
আজ আমরা জিতে গেলাম। কন্যাশ্রী জিতে গেল, বললেন শশী পাঁজা (Shashi Panja)।
নিজস্ব প্রতিবেদন: উপলক্ষ ছিল কন্যাশ্রীর মঞ্চ। ওই মঞ্চেই মানবিক নিদর্শন তুলে ধরল হাওড়ার সারদা শিশু মন্দিরের ছাত্র অহনা ভট্টাচার্য (Ahana Bhattacharya)। নিজের জমানো দু'হাজার টাকা দান করল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) বলেন,'অহনা অন্যদের অনুপ্রাণিত করবে। আজ জিতে গেল মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প।'
অহনার (Ahana Bhattacharya) বয়স মাত্র ১৩। হাওড়ার সারদা শিশু মন্দির-এর অষ্টম শ্রেণির ছাত্রী সে। শনিবার রবীন্দ্রসদনে কন্যাশ্রীর অনুষ্ঠানে অহনার হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তখনই মন্ত্রীর হাতে একটা খাম তুলে দেয় অহনা। স্বাভাবিক কৌতূহলে রাজ্যের মন্ত্রী প্রশ্ন করেন, কী আছে এতে? অহনা জানায়, মা-বাবার দেওয়া পকেটমানি বাঁচিয়ে ২০০০ টাকা জমিয়েছে। ওই টাকাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিতে চায়। অহনার (Ahana Bhattacharya) কথায়,'রাজ্যে বন্যা ও করোনা। খাবার পাচ্ছেন না অনেকে। মানুষের পাশে দাঁড়ানো দরকার। মা-বাবাই উৎসাহিত করেছেন।'
শশী পাঁজা (Shashi Panja) বলেন,'অহনা সবাইকে চমকে দিল। অহনাই আমাদের প্রেরণা। ১৩ বছরের মেয়ে বন্যায় দুর্গত ও কোভিডে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে। আজ আমরা জিতে গেলাম। কন্যাশ্রী জিতে গেল। মুখ্যমন্ত্রীর প্রকল্প সফল।'
আরও পড়ুন- I-Day: কোভিড-কালে রেড রোডে ৩০ মিনিটের উদযাপন, ট্যাবলোয় 'লক্ষ্মীর ভাণ্ডার'