North America Bengali Conference: রাজ্যের কন্যাশ্রী, সবুজশ্রী, দুর্গাপুজোর কার্নিভ্যালের 'মেলা' এবার লাস ভেগাসে!

 শিল্পে রাজ্যের সাফল্য তুলে ধরতে তাজপুর বন্দর, সিলিকন ভ্যালির মত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি প্রদর্শন করা হবে।

Reported By: সুতপা সেন | Updated By: Jun 22, 2022, 11:57 AM IST
North America Bengali Conference: রাজ্যের কন্যাশ্রী, সবুজশ্রী, দুর্গাপুজোর কার্নিভ্যালের 'মেলা' এবার লাস ভেগাসে!

সুতপা সেন: রাজ্যের বিভিন্ন প্রকল্পের সাফল্য এবার প্রদর্শিত হবে লাস ভেগাসে। ১ থেকে ৩ জুলাই লাস ভেগাসে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকা বাঙালি কনফারেন্স। সেই কনফারেন্সেই রাজ্যের বিভিন্ন প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে প্রদর্শনীর মাধ্যমে।

নবান্ন সূত্রে খবর, কন্যাশ্রী, সবুজশ্রী সহ যেসব প্রকল্প স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে, সেগুলিও প্রদর্শন করা হবে। UNESCO-র স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। সেই সাফল্যও বড় আকারে তুলে ধরা হবে লাস ভেগাসের কনফারেন্সে। দুর্গাপুজোর ভিডিও, রেড রোড কার্নিভ্যালের ভিজিও দেখানো হবে প্রদর্শনীতে। এর পাশাপাশি পুরনো দিনের বেশ কিছু বিখ্যাত সিনেমা, যার প্রিন্ট নষ্ট হয়ে গিয়েছিল, সেরকম সব সিনেমার ডিজিটাল প্রিন্টের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যার মধ্যে সত্যজিতের রায়ের বানানো সিনেমাও আছে। সম্মেলনে দেখানো হবে সেই সিনেমাগুলি। 

রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগেই এই আয়োজন। লক্ষ্য একটান, প্রবাসী বাঙালিদের সামনে রাজ্যের সাফল্য তুলে ধরা। শিল্পে রাজ্যের সাফল্য তুলে ধরতে তাজপুর বন্দর, সিলিকন ভ্যালির মত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি প্রদর্শন করা হবে। এরফলে রাজ্যের পর্যটনে লগ্নির সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করছে নবান্ন।

আরও পড়ুুন, Hilsa Crisis in Kolkata: বৃষ্টি বাড়ন্ত দক্ষিণবঙ্গে, বাঙালির পাতে ইলিশের আকাল

আরও পড়ুন: GTA Election: নির্বাচনী বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা, হাইকোর্টে শুনানি

.