লোকসভা নির্বাচনের পর প্রথম কলকাতা ঘুরে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল

খোদ রাজনীতির লোক, কিন্তু এড়িয়ে গেলেন রাজনীতিটাই। লোকসভা নির্বাচনের পর কলকাতায় আজই প্রথম এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। কিন্তু রাজনীতি নিয়ে মুখই খুললেন না। বেশ খোশমেজাজেই পাওয়া গেল কংগ্রেসের এই নেতাকে। রাজনীতির প্রয়োজনে একাধিকবার কলকাতায় এসেছেন। কিন্তু লোকসভা ভোটে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর শুক্রবারই প্রথম কলকাতায় এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। তবে রাজনীতিবিদ হিসেবে নয়,আইনজীবী হিসেবে। প্রিয়ংবদা বিড়লার মৃত্যুর পর সম্পত্তি সংক্রান্ত মামলা লড়ছেন কপিল সিব্বল। সেই মামলার জন্যই সিব্বলের কলকাতা সফর। কিন্তু পোড় খাওয়া রাজনীতিকের মতোই এড়িয়ে গেলেন যাবতীয় প্রশ্ন।

Updated By: Jun 6, 2014, 08:07 PM IST

খোদ রাজনীতির লোক, কিন্তু এড়িয়ে গেলেন রাজনীতিটাই। লোকসভা নির্বাচনের পর কলকাতায় আজই প্রথম এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। কিন্তু রাজনীতি নিয়ে মুখই খুললেন না। বেশ খোশমেজাজেই পাওয়া গেল কংগ্রেসের এই নেতাকে। রাজনীতির প্রয়োজনে একাধিকবার কলকাতায় এসেছেন। কিন্তু লোকসভা ভোটে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর শুক্রবারই প্রথম কলকাতায় এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। তবে রাজনীতিবিদ হিসেবে নয়,আইনজীবী হিসেবে। প্রিয়ংবদা বিড়লার মৃত্যুর পর সম্পত্তি সংক্রান্ত মামলা লড়ছেন কপিল সিব্বল। সেই মামলার জন্যই সিব্বলের কলকাতা সফর। কিন্তু পোড় খাওয়া রাজনীতিকের মতোই এড়িয়ে গেলেন যাবতীয় প্রশ্ন।

কোন জীবনে চাপ বেশি? রাজনীতিবিদের জীবনে নাকি আইনজীবীর জীবনে? এই প্রশ্নেও সেই ``নো কমেন্ট`` স্টাইলই বজায় রাখলেন।

ঝটিকা সফর সেরে এদিনই কপিল সিব্বল ফিরে যান দিল্লিতে।

.