সারদাকাণ্ডে যুক্ত কলকাতা পুরসভা, মেয়রকে জেরা করা হোক: কংগ্রেস কাউন্সিলর

সারদাকাণ্ডে কলকাতা পুরসভার যোগ রয়েছে। অভিযোগ কলকাতা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের। আজ ইডির দফতরে দাঁড়িয়ে মেয়রকে ডেকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তিনি। গত ২৫ এপ্রিল ইডির দফতরে সারদা সম্পর্কিত তথ্য জমা দেন প্রকাশ উপাধ্যায়।

তবে সেদিন ইডির কোনও আধিকারিকের সঙ্গে দেখা হয়নি তাঁর। এরপরই গত শনিবার তাঁকে ফের ইডির দফতরে ডেকে পাঠানো হয়। সারদাকাণ্ডে কলকাতা পুরসভার যোগ আছে কিনা খতিয়ে দেখতে কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়কে তলব করে ছিল ইডি৷আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ ইডির দফতরে হাজিরা দেন তিনি৷

এদিকে, সারদাকাণ্ডে সিটের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠল। পুলিসি তদন্তে সুদীপ্ত সেনের একসময়ের সঙ্গী শিবনারায়ণ দাসের নাম উঠে এসেছে। সুদীপ্ত সেনের দাবি, এই শিবনারায়ণই তাঁকে চিটফান্ডের ব্যবসায় নিয়ে আসেন।

২০০৮ সালে যখন সারদা বাজার থেকে টাকা তুলতে শুরু করে, তখন শিবনারায়ণ দাস সারদার ডিরেক্টর ও অন্যতম অংশীদার ছিলেন। তদন্তের স্বার্থে শিবনারায়ণকে জেরা করা অত্যন্ত জরুরি। কিন্তু পুলিসের দাবি, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

অথচ গত এক বছর ধরে খাস কলকাতায় বসে চুটিয়ে নিজের সংবাদপত্রের ব্যবসা চালিয়ে গেছেন শিবনারায়ণ। সারদা কেলেঙ্কারি নিয়ে ইডি নাড়াচাড়া শুরু করতেই আচমকা গা ঢাকা দেন তিনি। প্রশ্ন উঠছে, গত এক বছরেও কেন শিবনারায়ণের নাগাল পেল না পুলিস। অভিযোগ, শিবনারায়ণ রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় তাঁকে ছোঁয়ার সাহস দেখায়নি পুলিস।

English Title: 
kmc added on saradha scam!
Home Title: 

সারদাকাণ্ডে যুক্ত কলকাতা পুরসভা, মেয়রকে জেরা করা হোক: কংগ্রেস কাউন্সিলর

No
22254
Is Blog?: 
No