মদ্যপ ছেলের বিরুদ্ধেই পুলিসের দ্বারস্থ কলকাতা পুরসভার কাউন্সিলর
৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধনা বসুর ছেলে অভীক বসু ওরফে চ্যাং মদ্যপ অবস্থায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধর করে।
নিজস্ব প্রতিবেদন : ছেলের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ কলকাতা পুরসভার কাউন্সিলর। এক কিশোরকে মারধরের অভিযোগে নিজের ছেলেকে পুলিসের হাতে তুলে দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায়।
অভিযোগ, ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধনা বসুর ছেলে অভীক বসু ওরফে চ্যাং মদ্যপ অবস্থায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধর করে। পুলিসের দ্বারস্থ হয় ওই কিশোরের পরিবার। কাউন্সিলরের দাবি, এরপরই থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অভীক বসুকে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে। কাউন্সিলরের অভিযোগ, কিশোরকে মারধরের ঘটনার পরই তাঁর বাড়িতে দলবল নিয়ে চড়াও হন উত্তর কলকাতার যুব তৃণমূল নেতা রাজা ভট্টাচার্য। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। পুলিসের কাছে রাজা ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কাউন্সিলর সাধনা বসু এবং তাঁর মেয়ে সুজাতা বসু। যদিও টেলিফোনে যোগাযোগ করা হলে রাজা ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।
আরও পড়ুন- এসএসকেএম-এ পড়তে এসে মারণরোগের সংক্রমণের আশঙ্কায় তরুণী