ই গভর্ন্যান্স পরিষেবায় দেশে সেরার শিরোপা পাচ্ছে কলকাতা পুরসভা

কলকাতা পুরসভার মুকুটে এবার নয়া পালক। ই গভর্ন্যান্স পরিষেবায় দেশে সেরার শিরোপা পাচ্ছে কলকাতা পুরসভা। কলকাতার এই পরিষেবাকে গোটা দেশে মডেল করতে চায় কেন্দ্রীয় সরকার।

Updated By: Jun 11, 2015, 08:16 AM IST
ই গভর্ন্যান্স পরিষেবায় দেশে সেরার শিরোপা পাচ্ছে কলকাতা পুরসভা

ওয়েব ডেস্ক: কলকাতা পুরসভার মুকুটে এবার নয়া পালক। ই গভর্ন্যান্স পরিষেবায় দেশে সেরার শিরোপা পাচ্ছে কলকাতা পুরসভা। কলকাতার এই পরিষেবাকে গোটা দেশে মডেল করতে চায় কেন্দ্রীয় সরকার।

KMC GOES DIGITAL-জরুরি  সব নাগরিক পরিষেবাকে এক ছাতার তলায় আনতে এখন এটাই কলকাতা পুরসভার ক্যাচ লাইন। স্মার্ট ফোন ওয়াই ফাই পরিষেবা  চালু হয়েছে ইতিমধ্যেই।  ডিজিটাল প্রযুক্তির সৌজন্যে  এখন খোদ মেয়র থেকে শুরু করে সব পুর আধিকারিকই এখন নাগরিকদের  হাত বাড়ালেই বন্ধু। কলকাতা পুরসভার এই পরিষেবাকেই এবার স্বীকৃতি দিল কেন্দ্রের মোদী সরকার।

কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের তরফে কলকাতার এই  পরিষেবা সারা দেশে মডেল হিসাবে অনুসরণের বার্তাও দেওয়া হয়েছে।

তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে পুরসভার পরিষেবাকে আরও নাগরিকবান্ধব করে তুলতে যাবতীয় প্রস্তুতি শেষ। নবনির্বাচিত কাউন্সিলর তথা বিধায়ক  স্বর্ণকমল সাহার পুত্র হচ্ছেন নয়া এই কর্মযজ্ঞের কান্ডারি।

আগামী ২৫ ও ২৬ শে জুন দিল্লির বিজ্ঞান ভবনের অনুষ্ঠানেই কলকাতার পুরকর্তাদের হাতে সেরার স্বীকৃতি তুলে দেওয়া হবে।

.