কলকাতা বিমানবন্দরে চালু হচ্ছে CAT থ্রি বি সিস্টেম

Updated By: Oct 4, 2017, 10:10 PM IST
কলকাতা বিমানবন্দরে চালু হচ্ছে CAT থ্রি বি সিস্টেম
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : কুয়াশার জন্য প্লেন নামতে লেট? শীতের বিমান ভ্রমণ মানেই দুশ্চিন্তা? খুব শিগ্গিরই সেই সমস্যা মিটতে চলছে। কলকাতা বিমানবন্দরে চালু হচ্ছে CAT থ্রি বি সিস্টেম। এবার শীতের আগেই নতুন ব্যবস্থা শুরুর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন- বিটি রোডে উড়ালপুল তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের

কুয়াশা কাটছে বিমানবন্দরে। শীতকালে বিমানযাত্রা মানেই একরাশ দুশ্চিন্তা। ফ্লাইট ডিলে হওয়ার আশঙ্কা। তবে কলকাতা বিমান বন্দরের ক্ষেত্রে সেসব দুশ্চিন্তার অবসান হতে চলেছে। কম দৃশ্যমানতাতেও উড়ান নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থা এই CAT থ্রি বি।
 
কী এই CAT থ্রি বি?

CAT থ্রি বি একটি ইনস্ট্রুমেন্ট  ল্যান্ডিং সিস্টেম। এর সাহায্যে ৭৫ মিটার দৃশ্যমানতাতেও উড়ান সম্ভব। কুয়াশা বা কম দৃশ্যমানতা বাড়িয়ে দেয় দুর্ঘটনার আশঙ্কা। নতুন ব্যবস্থা সেই আশঙ্কাও কমিয়ে দেবে। এতদিন পর্যন্ত কলকাতা বিমান বন্দরে CAT টু সিস্টেম চালু ছিল। প্রায় ১ বছর ধরে নতুন এই সিস্টেমের কাজ হয়েছে। এখন শুধু DGCA-র অনুমতির অপেক্ষা। তার পরেই নতুন উচ্চতায় পৌছে যাবে কলকাতা বিমান বন্দর।

.