কামদুনি ধর্ষণ: প্রতিবাদে ক্রমশ জাগছে কলকাতা
কামদুনি গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে ক্রমশই জেগে উঠছে শহর কলকাতা। গতকালই কলেজ স্কোয়ারের এক জমায়েতে এই ঘটনার তীব্র নিন্দা করেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা। আজ দিনভর শহরের বিভিন্ন প্রান্তে কামদুনির ঘটনার প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়েছে।
কামদুনি গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে ক্রমশই জেগে উঠছে শহর কলকাতা। গতকালই কলেজ স্কোয়ারের এক জমায়েতে এই ঘটনার তীব্র নিন্দা করেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা। আজ দিনভর শহরের বিভিন্ন প্রান্তে কামদুনির ঘটনার প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়েছে।
কলেজ স্কোয়ারে প্রতিবাদ মিছিলে অংশ নেবেন অধ্যাপক-অধ্যাপিকারা। রুবি হাসপাতালের সামনে থেকে প্রতিবাদ মিছিলে হাঁটবেন কৌশিক সেন, মীরাতুন নাহারসহ বিশিষ্টজনেদের একাংশ। রাজাবাজারে একই ইস্যুতে মিছিল করবে যুব কংগ্রেস। বিকেলে কলেজ স্কোয়ারেই রয়েছে ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল।
এই নৃশংস ঘটনার প্রতিবাদে সবার আগে মিছিল করেন কামদুনি গ্রামের বাসিন্দারা। এলাকায় পুলিস ক্যাম্প বসানোর পাশাপাশি, রাস্তায় আলো, গ্রামের স্কুলকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করারও দাবি জানানো হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে। তাঁদের বক্তব্য, এলাকায় উচ্চমাধ্যমিক স্তরের স্কুল হলে, গ্রামের ছাত্রীদের বাইরের স্কুলে পড়তে যেতে হবে না।