ভাড়া বৃদ্ধির দাবিতে কাল বাস ধর্মঘটের ডাক
বাসভাড়া বৃদ্ধির দাবিতে কাল ধর্মঘটে নামছে ৫টি বাস মালিক সংগঠন। তাঁদের দাবি, বেসরকারি এবং মিনিবাস মিলিয়ে প্রায় ৪৯ হাজার বাস রাস্তায় চলবে না। বাস মালিক সংগঠনের দাবি, গত একবছর ধরে ডিজেলের দাম বেড়েছে ১৬ বার। কিন্তু ভাড়া বাড়েনি একবারও। তাই ভাড়া বৃদ্ধির দাবিতে এবার ধর্মঘট করতে হচ্ছে। সপ্তাহের প্রথম দিন বাস ধর্মঘটের জেরে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের।
বাসভাড়া বৃদ্ধির দাবিতে কাল ধর্মঘটে নামছে ৫টি বাস মালিক সংগঠন। তাঁদের দাবি, বেসরকারি এবং মিনিবাস মিলিয়ে প্রায় ৪৯ হাজার বাস রাস্তায় চলবে না। বাস মালিক সংগঠনের দাবি, গত একবছর ধরে ডিজেলের দাম বেড়েছে ১৬ বার। কিন্তু ভাড়া বাড়েনি একবারও। তাই ভাড়া বৃদ্ধির দাবিতে এবার ধর্মঘট করতে হচ্ছে। সপ্তাহের প্রথম দিন বাস ধর্মঘটের জেরে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের।
২০১২-র অক্টোবর থেকে ২০১৩-র ডিসেম্বর। ভাড়াবৃদ্ধির দাবিতে পরিবহণমন্ত্রীকে মোট ৪৮টি চিঠি দিয়েছেন বেসরকারি বাস মালিকরা। মন্ত্রীর সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে ২২ বার। ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অনড় সরকার। এবার তাই সরকারের সঙ্গে সংঘাতের পথে বাস মালিকরা। সোমবার বাসভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিল পাঁচটি বাস মালিক সংগঠন। বেসরকারি এবং মিনিবাস মিলিয়ে রাজ্যে প্রায় ৪৯ হাজার বাস চলবে না।
বাস মালিকদের দাবি, গত একবছরে ডিজেলের দাম বেড়েছে ষোলবার। কিন্তু ভাড়া বাড়েনি একবারও। ভাড়া বৃদ্ধির দাবিতে বহু বিক্ষোভ আন্দোলন হয়েছে। কিন্তু সরকার ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অনড় থেকেছে।
কলকাতায় নতুন ভাড়ার যে দাবি বাস মালিকরা তুলছেন তা হল
০ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত ৮ টাকা
৩ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা
৬ থেকে ১০পর্যন্ত কিমি পর্যন্ত ১২ টাকা
১০ থেকে ১৪ কিমি পর্যন্ত ১৪ টাকা
১৪ থেকে ১৮ কিমি পর্যন্ত ১৬ টাকা
১৮ থেকে ২২ কিমি পর্যন্ত ১৮ টাকা
জেলার ক্ষেত্রে প্রতি কিলোমিটার
সাধারণ বাসের ভাড়া প্রতিকিলোমিটারে ৬৫ পয়সা
এক্সপ্রেস বাসের ভাড়া প্রতিকিলোমিটারে ৭০পয়সা
আন্তরাজ্যের ক্ষেত্রে ৭৫ পয়সা ভাড়া বৃদ্ধির দাবি করেছেন।
মিনিবাসের ন্যূনতম ভাড়া ৬ টাকা পরিবর্তে ১০ টাকা করার দাবি করেছেন বাসমিনিবাস মালিকদের সংগঠন। এছাড়াও পুলিসি জুলুমের অভিযোগ, বেআইনি ভাবে বাসের পারমিট দেওয়া বন্ধ, বাসকর্মীদের বিমা সহ বারো দফা দাবি জানানো হয়েছে।