ভক্তবালা বি এড কলেজকাণ্ডে তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভক্তবালা বি এড কলেজকাণ্ডে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।এন সি টিই কে ওই তদন্তের ভার দিয়েছে আদালত। একমাসের মধ্যে ওই তদন্ত শেষ করতে বলা হয়েছে। আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কল্যাণী বিশ্বিবিদ্যালয়ের আওতাধীন ওই কলেজে টাকা নিয়ে ছাত্রছাত্রীদের ভর্তির অভিযোগ ওঠে। এই দুর্নীতিতে তৃণমূলের ছাত্র সংগঠনের এক নেতারও নাম জড়ায়। রাজ্য সরকার এই ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গড়ে।

Updated By: Aug 14, 2014, 03:31 PM IST
ভক্তবালা বি এড কলেজকাণ্ডে তদন্তের নির্দেশ হাইকোর্টের

কলকাতা: ভক্তবালা বি এড কলেজকাণ্ডে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।এন সি টিই কে ওই তদন্তের ভার দিয়েছে আদালত। একমাসের মধ্যে ওই তদন্ত শেষ করতে বলা হয়েছে। আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কল্যাণী বিশ্বিবিদ্যালয়ের আওতাধীন ওই কলেজে টাকা নিয়ে ছাত্রছাত্রীদের ভর্তির অভিযোগ ওঠে। এই দুর্নীতিতে তৃণমূলের ছাত্র সংগঠনের এক নেতারও নাম জড়ায়। রাজ্য সরকার এই ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গড়ে।

 এই ঘটনায় ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের দুই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। এসবের মাঝেই ওই ভর্তি দুর্নীতির জেরে ভুক্তভোগী বাইশ জন পড়ুয়া হাইকোর্টের দ্বারস্থ হন। তারই জেরে আজ আদালত ওই নির্দেশ দেয়।

 

.