Weather Update: ২-মে থেকে কলকাতায় নামতে পারে বৃষ্টি; দক্ষিণবঙ্গও ভিজবে পয়লা থেকেই!
বৃহস্পতিবার থেকে কলকাতার তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে বলে মনে করছেন আবহাওয়াবীদরা
নিজস্ব প্রতিবেদন: তীব্র গরমে জ্বলছে দক্ষিণবঙ্গ। তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়ছে পশ্চিমবঙ্গের মানুষ। এরই মাঝে টানা ৫৬ দিন বৃষ্টিহীন মহানগর।
বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এরপরে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবীদরা।
বুধবার কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি। বৃহস্পতিবার থেকে কলকাতার তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে বলে মনে করছেন আবহাওয়াবীদরা। এছাড়াও উত্তর-পূর্ব ভারতের নিম্নচাপ ধীরে ধীরে দুর্বল হতে শুরু করায় বঙ্গপসাগরের উত্তর এবং পশ্চিম উপকূল বরাবর ছোট চোট নিম্নচাপ তৈরি হওয়া শুরু হয়েছে।
এই নিম্নচাপগুলির ফলে ১ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গ এবং ২ তারিখের পর থেকে কলকাতা বিক্ষিপ্তভাবে বৃষ্টি পেতে চলেছে এবং এই বৃষ্টি টানা তিন থেকে চারদিন চলবে বলেও মনে করছেন আবহাওয়াবীদরা।
আরও পড়ুন: Babul Supriyo: রাজ্যপালের নয়া শর্তে 'বিপাকে' বাবুল, শপথ ঘিরে জটিলতা
আরও পড়ুন: Heatwave: প্রবল দাবদাহে ফুটছে বাংলা, নবান্নের ‘গরম’ গাইডলাইন