Babul Supriyo: রাজ্যপালের নয়া শর্তে 'বিপাকে' বাবুল, শপথ ঘিরে জটিলতা

বিধানসভার সচিবকে ডেকে পাঠালেন জগদীপ ধনখড়

Updated By: Apr 26, 2022, 07:37 PM IST
Babul Supriyo: রাজ্যপালের নয়া শর্তে 'বিপাকে' বাবুল, শপথ ঘিরে জটিলতা

নিজস্ব প্রতিবেদন: বিধায়ক বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) শপথ গ্রহণ সংক্রান্ত ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor West Bengal Jagdeep Dhankhar)। উল্টে বিধানসভার সচিবকে তলব করলেন তিনি।

বালিগঞ্জ কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। স্পিকার যাতে তাঁকে শপথ গ্রহণ করাতে পারেন, সেই সংক্রান্ত একটা ফাইল রাজ্যপালের (Governor West Bengal) কাছে পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, সেই ফাইল'ই ফেরত পাঠিয়ে দিয়েছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সূত্রের খবর, উল্টে বিধানসভার সচিবকে ডেকে পাঠিয়েছেন তিনি। এতদিন বিধানসভা সংক্রান্ত যা যা প্রশ্ন করেছেন তিনি, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলে, তবেই ফাইলে সই করবেন বলে জানিয়েছেন ধনখড়। 

যদিও রাজ্য বিধানসভা সূত্রে খবর, ইতিমধ্য়ে রাজ্যপালের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। কোনও প্রশ্ন বাকি নেই। ফলে বিধায়ক হিসেবে নির্বাচিত হলেও, বিধানসভায় কবে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) শপথ নিতে পারবেন, তা ঘিরে জটিলতা তৈরি হয়েছে।     

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.