নিজস্ব প্রতিবেদন: শেক্সপিয়ার সরণিতে শুটআউটের ঘটনায় মূল শুটারকে চিহ্নিত করল পুলিস। সিসি ক্যমেরা ফুটেজ দেখে শুটারকে চিহ্নিত করেছে পুলিস। তার খোঁজ শুরু করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মূল শুটারের খোঁজে তল্লাশি চালাচ্ছে শেক্সপিয়ার সরণি থানা এবং কলকাতা পুলিসের গুন্ডা দমন শাখা। ওই শুটআউটের সঙ্গে ব্যবসায়ীর শত্রুতার কোনও যোগ রয়েছে কিনা, তারও খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে একটা বিষয় স্পষ্ট যে, গুলি চালানোর আগে আহত ব্যবসায়ী পঙ্কজ সিংয়ের (৩৮) সঙ্গে দুষ্কতীদের ঝামেলা হয়। বাকবিতণ্ডা হয়। এরপর হঠাৎ করে গুলি চালায় দুষ্কৃতীরা। 


আরও পড়ুন: BJP-র হেস্টিংসের দফতরে Rajib-নামফলকের যাওয়া-আসা, বিতর্ক


আরও পড়ুন: Behala Murder: খুন করেও নিরলিপ্ত ছিল সঞ্জয়, মদ-মাংস সহযোগে করে পার্টিও


রবিবার রাতে শুটআউটের ঘটনাটি ঘটেছে কলকাতা মিন্টোপার্ক। গুলিবিদ্ধ হন হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং (৩৮)। ঘটনার সময় পঙ্কজের গাড়িতে মোট চার জন ছিল। অভিযোগ, এজেসি বোস ফ্লাই ওভারের নীচে সিগন্যালে গাড়ি দাঁড়াতেই তা ঘিরে ধরে বেশ কয়েকটি বাইক। প্রতিটি বাইকে তিনজন করে আততায়ী ছিল।