কলকাতা পুলিসের নজরে ৭ নেতানেত্রী, অভিযোগ রাজ্য বিজেপির

কলকাতা পুলিসের রেডারে তাদের ৭ নেতানেত্রী। তালিকায় রাহুল সিনহা, রুপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, শমীক ভট্টাচার্য, রীতেশ তিওয়ারি, জয়প্রকাশ মজুমদার ও বাবুল সুপ্রিয়। এমনই অভিযোগ, রাজ্য বিজেপির।

Updated By: Mar 8, 2017, 08:08 PM IST
কলকাতা পুলিসের নজরে ৭ নেতানেত্রী, অভিযোগ রাজ্য বিজেপির

ওয়েব ডেস্ক : কলকাতা পুলিসের রেডারে তাদের ৭ নেতানেত্রী। তালিকায় রাহুল সিনহা, রুপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, শমীক ভট্টাচার্য, রীতেশ তিওয়ারি, জয়প্রকাশ মজুমদার ও বাবুল সুপ্রিয়। এমনই অভিযোগ, রাজ্য বিজেপির।

তাদের দাবি, এই ৭ জন কোথায় যাচ্ছেন, কাদের সঙ্গে বৈঠক করছেন, সব কিছুর ওপর নজর রাখতে বিশেষ দল গঠন করা হয়েছে। এমনকি বিরোধী দলের কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা, সে দিকেও নজর রাখছে কলকাতা পুলিস। শাসকদলের কোনও পঞ্চায়েত বা পুরসভার সদস্য কিংবা কোনও বিধায়কের সঙ্গে বিজেপির তরফে কেউ যোগাযোগ রাখছেন কিনা, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে গেরুয়া শিবিরের অভিযোগ।

আরও পড়ুন, ভাঙড়ে গুলিকাণ্ড নিয়ে হাইকোর্টে ফের প্রশ্নের মুখে CID

.