কুমোরটুলিতে এখন মাটি শুকোনোর অপেক্ষা
কুমোরটুলির ঘুপচি গলিতে একফালি রোদ্দুর। প্রতিমা শুকোতে ব্যস্ত কারিগররা। দু`দিনের টানা বৃষ্টি রাতের ঘুম প্রায় কেড়ে নিয়েছিল শিল্পীদের। আজকের ঝলমলে আকাশ কিছুটা স্বস্তি দিয়েছে কুমোরটুলিকে।
কুমোরটুলির ঘুপচি গলিতে একফালি রোদ্দুর। প্রতিমা শুকোতে ব্যস্ত কারিগররা। দু`দিনের টানা বৃষ্টি রাতের ঘুম প্রায় কেড়ে নিয়েছিল শিল্পীদের। আজকের ঝলমলে আকাশ কিছুটা স্বস্তি দিয়েছে কুমোরটুলিকে।
গলির ভেতর তস্য গলি। অন্ধকার এই ঘুপচি গলিতে সেভাবে আলো ঢোকেনা। তবু এটাই বাংলার শারদোত্সবের আঁতুড়ঘর। কুমোরটুলি। খড়ের কাঠামোয় কাঁচা মাটির প্রলেপ দেওয়া সারি সারি মৃণ্ময়ী। দুদিনের টানা বৃষ্টিতে প্রতিমা এখন স্যাঁতস্যাঁতে। কপালে চিন্তার ভাঁজ শিল্পীর।
বুধবারও দিনভর বৃষ্টির পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের। মৃত্শিল্পীদের প্রার্থনা বোধয় শুনেছেন বরুন দেব। দেখা মিলেছে ঝলমলে রোদ্দুরের। পুজোর আগের কটা দিন এই সোনা রোদের ঝলকই দেখতে চাইছে কুমোরপাড়া।
হাতে আর মাত্র কয়েকটা দিন। তারমধ্যেই প্রতিমা পৌঁছে দিতে হবে পুজো প্যান্ডেলে। তাই এখন নাওয়া খাওয়ার সময় নেই শিল্পীদের।