Kunal: বুক চিতিয়ে দিল্লির ইডি-তে গেল, তাকে বাঘ বলে, CID-তে না গেলে বুঝব বিড়াল

পিছুটান নেই টাইপ নাটক অন্যত্র কোরো, শুভেন্দুকে পাল্টা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

Updated By: Sep 6, 2021, 12:12 AM IST
Kunal: বুক চিতিয়ে দিল্লির ইডি-তে গেল, তাকে বাঘ বলে, CID-তে না গেলে বুঝব বিড়াল

নিজস্ব প্রতিবেদন: 'কোনও পিছুটান নেই। আমি অকৃতদার।' দেহরক্ষীর রহস্যমৃত্যু-কাণ্ডে সিআইডির তলব নিয়ে রবিবার শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'নাটক' আখ্যা টুইটারে কুণাল ঘোষের (Kunal Ghosh) খোঁচা,'ওওও শুভেন্দু। পিছুটান নেই টাইপ নাটক অন্যত্র কোরো।' 

শুভেন্দুর (Suvendu Adhikari) গেরুয়া শিবিরে যোগদান প্রসঙ্গে কুণাল (Kunal Ghosh) বলেন,'সিবিআই, ইডি-র ভয়ে টিএমসি আর সরকারের সব ক্ষমতায় থাকার পর গ্রেফতারি এড়াতে যে দলবদল করে, তার আবার ডায়লগবাজি! বাঘছাল পরা বিড়াল।'

কয়লা পাচার-কাণ্ডে ইডি দফতরে হাজিরা দিতে রবিবার দিল্লিতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার দেহরক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় ভবানীভবনে শুভেন্দুকে (Suvendu Adhikari) তলব করেছে সিআইডি। এই প্রসঙ্গ তুলে কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষ,'একজন সব চক্রান্ত জেনেও বুক চিতিয়ে দিল্লি গেল। ইডি-তে যাবে। তাকে বাঘ বলে। কাল সিআইডি-তে না গেলে বুঝব বিড়াল।'

সোমবার বেলা ১১টায় ভবানীভবনে তলব করা হয়েছে শুভেন্দুকে (Suvendu Adhikari)। দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর ঘটনার তদন্ত করছে সিআইডি। ওই মামলাতেই শুভেন্দুকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। রবিবার এনিয়ে সরসারি কোনও মন্তব্য করেননি রাজ্যের বিরোধী দলনেতা। বলেন,'আমাকে প্রতিদিন ভয় দেখায়। আমার পিছুটান নেই। আমি অকৃতদার। কিচ্ছু করতে পারবে না।'

আরও পড়ুন- By-Poll: দল অনুমতি দিলে Amit Shah-কে আমার বাড়িতে দাওয়াত দেব, 'ওহ লাভলি' মেজাজে Madan

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.