`যুদ্ধে নামা` কুণাল আশঙ্কায় রাখছেন দলকে

যুদ্ধে নেমেছেন কুণাল ঘোষ। তাঁর এই যুদ্ধ শাসক দলের বেশকয়েকজন নেতামন্ত্রীদের যথেষ্ট অস্বস্তির কারণ হতে পারে বলে মত রাজনৈতিক মহলের। কুণাল ঘোষের পরে কে? তৃণমূল কংগ্রেসের  অন্দরমহলে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। নিজের স্বপক্ষে তথ্য প্রমাণ নিয়ে গতকালই বিধাননগর পুলিসের কাছে গিয়েছিলেন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ। জেরায় নিজের স্বপক্ষে তিনি কী শুধুই যুক্তি দিয়েছেন? নাকি পুলিসি জেরায় এমন কিছু তথ্য দিয়েছেন যাতে বিপাকে পড়তে পারেন দলের অনেক শীর্ষ নেতাই? 

Updated By: Apr 30, 2013, 06:58 PM IST

যুদ্ধে নেমেছেন কুণাল ঘোষ। তাঁর এই যুদ্ধ শাসক দলের বেশকয়েকজন নেতামন্ত্রীদের যথেষ্ট অস্বস্তির কারণ হতে পারে বলে মত রাজনৈতিক মহলের। কুণাল ঘোষের পরে কে? তৃণমূল কংগ্রেসের  অন্দরমহলে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। নিজের স্বপক্ষে তথ্য প্রমাণ নিয়ে গতকালই বিধাননগর পুলিসের কাছে গিয়েছিলেন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ। জেরায় নিজের স্বপক্ষে তিনি কী শুধুই যুক্তি দিয়েছেন? নাকি পুলিসি জেরায় এমন কিছু তথ্য দিয়েছেন যাতে বিপাকে পড়তে পারেন দলের অনেক শীর্ষ নেতাই? 
সোমবার সন্ধেয় নিজের গাড়িতে চেপে বিধাননগর পুলিস কমিশনারের অফিসে হাজির  হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কুণাল ঘোষ। সেসময় তাঁর হাতে ছিল একটি ফাইল। প্রায় পৌনে দু ঘন্টা বিভিন্ন বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা প্রধান অর্নব ঘোষ। পুলিসি জেরার তিনি বেশকিছু তথ্য প্রমাণ দিয়েছেন বলে খবর।

.