আদালত থেকে বেরোনোর সময় কুনাল ঘোষকে কথা বলতে বাধা দিল পুলিস। কুনাল ঘোষ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাইলেও তাকে প্রবলভাবে বাধা দেন অফিসাররা। একটি কথাও যাতে তিনি বলতে না পারনে,সেজন্য প্রাণপণে চেষ্টা করে পুলিস। তারই মধ্যে কার্যত জোর করে, সাংবাদিকদের সামনে মুখ খোলেন কুনাল ঘোষ। বলেন, সারদায় যারা সুবিধে নিয়েছে, সারদার যারা দালালি করেছে তাদের আড়াল করছেন মুখ্যমন্ত্রী ও সরকার। তদন্তে তথ্য-প্রমাণ নষ্ট করছে পুলিস। মুখ্যমন্ত্রীর ছবি নিয়েও মুখ খোলেন কুনাল ঘোষ। জানিয়ে দেন, ছবি কিনেছিলেন সুদীপ্ত সেনই। পুলিসের গাড়িতে ওঠার সময়েই ফের একই কথা জানান তিনি।

কুণাল-কাঁটা পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের। আজ সকালেই ফের বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তিনি বলেন, সারদা কাণ্ডে জড়িতদের আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। বিধাননগর আদালতে আজ তোলা হয় কুণাল ঘোষকে। যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, "সারদা কাণ্ডের তদন্তে আগেই মদন মিত্রকে ডাকা উচিত ছিল।"

গতকালই সারদা কর্তা সুদীপ্ত সেন বলেন, মুখ্যমন্ত্রীর আঁকা কোনও ছবি তিনি কেনেননি। কুণাল ঘোষের দাবি, ছবি বিতর্কে ভোলবদল করছেন সুদীপ্ত সেন। তৃণমূল সাংসদের দাবি, জেলের ভিতরে সুদীপ্ত সেন যা বলেছিলেন তারসঙ্গে গতকালের বক্তব্যের কোনও মিল নেই।

আদালতে ঢোকার সময় কুণাল বলেন, বার হওয়ার সময় তিনি সাংবাদিকদের আরও কিছু তথ্য দেবেন। কিন্তু শুনানির পর আদালত থেকে বার হওয়ার সময় কুণালকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা দেয় পুলিস। আদালতের সিঁড়িতেই বসে পড়েন কুণাল। সংবাদমাধ্যমকে এড়াতে এরপর পুলিস তাঁকে তুলে আদালতের ভিতরে একটি ঘরে নিয়ে যায়।

English Title: 
kunal stoped to talk
Home Title: 

কুণাল ঘোষকে কথা বলতে বাধা পুলিসের, আদালত চত্ত্বরে বিশৃঙ্খলা

No
22120
Is Blog?: 
No