প্রথম দফার ভোটের আগে কমিশনের দ্বারস্থ বামেরা

রাজ্যে প্রথম দফার ভোটের ঠিক আগের দিন নিরাপত্তার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বাম নেতৃত্ব। তুফানগঞ্জ-কোচবিহার-শীতলকুচি-নাটাবাড়ি-সিতাইয়ে তাঁদের কর্মী সমর্থকদের ভোট না দিতে হুমকি দেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়ে এলেন দুই সদস্যের বাম প্রতিনিধি দল।

Updated By: Apr 16, 2014, 01:59 PM IST

রাজ্যে প্রথম দফার ভোটের ঠিক আগের দিন নিরাপত্তার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বাম নেতৃত্ব। তুফানগঞ্জ-কোচবিহার-শীতলকুচি-নাটাবাড়ি-সিতাইয়ে তাঁদের কর্মী সমর্থকদের ভোট না দিতে হুমকি দেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়ে এলেন দুই সদস্যের বাম প্রতিনিধি দল।

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ বাম নেতৃত্বের। বামেদের অভিযোগ, আগামিকাল যে চারটি কেন্দ্রে ভোট, সেখানকার অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী পৌছে গেলেও তাঁরা বসে আছেন। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ শুরু করানোর দাবি জানিয়েছে বামেরা। পাশাপাশি, বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর-হুগলি, এই তিন জায়গায় শাসক দলের হাতে বাম কর্মী-সমর্থকরা আক্রান্ত হলেও তাঁদের পুলিসি হেনস্থা শিকার হতে হচ্ছে বলে নির্বাচন কমিশনে জানিয়েছে বাম প্রতিনিধি দল। বাম প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা রবীণ দেব।

.