রাজ্যের Budget ভাষণ বয়কটের ঘোষণা Left-Congress -র

নজিরবিহীনভাবে রাজ্যপালের বক্তৃতা ছাড়াই শুরু হচ্ছে অধিবেশন, দাবি বাম-কংগ্রেসের। 

Updated By: Feb 2, 2021, 11:54 PM IST
রাজ্যের Budget ভাষণ বয়কটের ঘোষণা Left-Congress -র

নিজস্ব প্রতিবেদন: একুশের ভোটের আগে শেষ বাজেট পেশ করতে চলেছে তৃণমূল সরকার (TMC)। বাজেট ভাষণ বয়কটের ঘোষণা করল বাম-কংগ্রেস। বাজেট বক্তৃতার সময় বিধানসভা অধিবেশনে কক্ষে থাকবেন বাম-কংগ্রেস বিধায়করা (Left And Congress)। দুই শিবিরের বক্তব্য, নজিরবিহীনভাবে রাজ্যপালের বক্তৃতা ছাড়াই শুরু হচ্ছে অধিবেশন। যাতে রাজ্যপালের ভাষণের উপরে আলোচনা না হতে পারে তাই এই সিদ্ধান্ত। সরকার আসলে প্রশ্ন এড়িয়ে যেতে চাইছে।

মঙ্গলবার বিরোধী দলনেতা আবদুল মান্নান (Abdul Mannan) বলেন,'২০১৬ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ১৬১ দিন হয়েছে অধিবেশন। ১৬-১৭ দিন শোকপালনের জন্য অধিবেশন স্থগিত ছিল। পুলিস বাজেট, স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনাই হয়নি। রাজ্যপালের বক্তৃতা হচ্ছে না। স্বাধীনতার পর থেকে এমন নজির নেই। জানতে চাইলে স্পিকার ১৯৬৩ সালে সংসদের নজির দিলেন। কিন্তু তখন ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে রাষ্ট্রপতি বক্তৃতা দেননি।' মান্নানের সংযোজন, 'রাজ্যপাল তো সরকারের লিখে দেওয়া ভাষণ দেবেন। আসলে ভাষণের উপরে আলোচনা হলে আমরা আমফানের টাকা চুরি নিয়ে প্রশ্ন করব, তাই এড়িয়ে গেল সরকার। বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে আমাদের কোনও কথাই শোনা হয় না। ৫ তারিখ বাজেট বক্তৃতা হবে। হয়তো মুখ্যমন্ত্রী পড়তে পারেন। আমরা বয়কট করব। মুখ্যমন্ত্রীর আচরণের তীব্র  নিন্দা করব। গণতন্ত্রকে ধ্বংস করলেন। পরিষদীয় রাজনীতির ইতিহাসে খারাপ নজির তৈরি করলেন।' 

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) কথায়,'কারও জমিদারি নয় বিধানসভা। ৫ তারিখে বাজেট করা হবে তা আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। আমরা বয়কট করছি। বাজেটে অসত্য বলাটা সরকারের দস্তুর হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের ঋণ, সিঙ্গুর ও কর্মসংস্থান নিয়ে অসত্য বলেছে। আসলে রাজ্যপালকে ভাষণ দিতে দিলে সব বেরিয়ে আসবে।' 

আরও পড়ুন- কাজের খতিয়ান দেওয়ার মতো কি কিছুই নেই?: Sujan, সংবিধানের মূলে কুঠারাঘাত: Jay prakash

.