এএমআরআই অগ্নিকাণ্ডে দুঃখপ্রকাশ বামফ্রন্টের তরফে

এএমআরআই অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করা হল বামফ্রন্টের তরফে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর তরফে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এএমআরআই অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁরা গভীরভাবে শোকাহত।

Updated By: Dec 9, 2011, 08:38 PM IST

এএমআরআই অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করা হল বামফ্রন্টের তরফে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর তরফে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এএমআরআই অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁরা গভীরভাবে শোকাহত। এই ধরণের দুর্ঘটনা কলকাতা শহরের বুকে আগে কখনও ঘটেছে বলে তাদের জানা নেই। বিবৃতিতে, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের তরফে আরও তত্পরতার দাবি জানানো হয়েছে। দাবি জানানো হয়েছে দুর্ঘটনাগ্রস্থদের বিনা খরচে চিকিত্সার। ঘটনায় নিহতদের পরিবারবর্গ ও আহতদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানানো হয়েছে।   

.