প্রতি সপ্তাহে গরিব পরিবারকে ২ টাকা কেজি দরে ৩৫ কেজি চাল, ইস্তহারে প্রতিশ্রুতি বামেদের

প্রতি সপ্তাহে গরিব পরিবারকে দুটাকা কেজি দরে ৩৫ কেজি চাল অথবা আটা দেওয়া হবে। খসড়া ইস্তাহার প্রকাশ করে জানিয়ে দিল বামফ্রন্ট। খাদ্য সুরক্ষায় গুরুত্ব দেওয়া হবে। রেশন ব্যবস্থা সর্বজনীন করা হবে। বাজারের চেয়ে কম দামে সরবরাহ করা হবে ডাল, চিনি, ভোজ্য তেল এবং কেরোসিন।

Updated By: Mar 8, 2016, 08:53 PM IST
প্রতি সপ্তাহে গরিব পরিবারকে ২ টাকা কেজি দরে ৩৫ কেজি চাল, ইস্তহারে প্রতিশ্রুতি বামেদের

ওয়েব ডেস্ক: প্রতি সপ্তাহে গরিব পরিবারকে দুটাকা কেজি দরে ৩৫ কেজি চাল অথবা আটা দেওয়া হবে। খসড়া ইস্তাহার প্রকাশ করে জানিয়ে দিল বামফ্রন্ট। খাদ্য সুরক্ষায় গুরুত্ব দেওয়া হবে। রেশন ব্যবস্থা সর্বজনীন করা হবে। বাজারের চেয়ে কম দামে সরবরাহ করা হবে ডাল, চিনি, ভোজ্য তেল এবং কেরোসিন।

গরিবদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় ফিরতে চাইছে বামফ্রন্ট। কুড়ি বছরের বেশি সময় যাঁরা শহরাঞ্চলে বাস করছেন, এমন গরিব পরিবারকে এক টাকার বিনিময়ে জমিতে ৯৯ বছরের লিজ দেওয়া হবে বলে জানানো হয়েছে ইস্তাহারে। বামফ্রন্টের ওয়েবসাইটে এই ইস্তাহার প্রকাশ করা হয়েছে। সাধারণ মানুষ তাঁদের আপত্তি বা পরিবর্তনের কথা জানাতে পারবেন। তা গ্রহণ-বর্জনের মাধ্যমে চূড়ান্ত করা হবে ইস্তাহার।

এখানে ক্লিক করে পড়ুন বামেদের পুরো নির্বাচনী ইস্তাহার

 

.