রাজ্য জুড়ে সই সংগ্রহ অভিযানে নামল বামেরা
পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে আজ থেকেই রাজ্যজুড়ে বাড়ি বাড়ি প্রচারের কাজ শুরু করে দিল বামেরা। এই লক্ষ্যে তাদের হাতিয়ার, দেশবাসীর খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি। প্রতিটি পরিবারকে ২ টাকা কিলো দরে চাল ও গম সরবরাহের দাবিতে সোমবার থেকে শুরু হয়েছে বামেদের সই সংগ্রহ অভিযান।
পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে আজ থেকেই রাজ্যজুড়ে বাড়ি বাড়ি প্রচারের কাজ শুরু করে দিল বামেরা। এই লক্ষ্যে তাদের হাতিয়ার, দেশবাসীর খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি। প্রতিটি পরিবারকে ২ টাকা কিলো দরে চাল ও গম সরবরাহের দাবিতে সোমবার থেকে শুরু হয়েছে বামেদের সই সংগ্রহ অভিযান।
পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে খাদ্য নিরাপত্তার ইস্যুটিকেই বেছে নিলেন বাম নেতারা। এদিন সই সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ও ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক অশোক ঘোষ সমেত রাজ্যের প্রথম সারির বাম নেতারা। দলমত নির্বিশেষে রাজ্যের প্রতিটি পরিবারকে এই সই সংগ্রহ অভিযানে সামিল হওয়ার আবেদন জানানো হয় বামফ্রন্টের তরফে।
এরাজ্যে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে এই সই সংগ্রহ অভিযান। তারপর সংগৃহীত সমস্ত সই সমেত দাবিপত্র পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। এ রাজ্য থেকে দেড়কোটি মানুষের সই প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর লক্ষ্য নিয়েছেন বাম নেতারা। পশ্চিমবঙ্গের পাশাপাশি, দেশের অন্যান্য রাজ্যেও এই কর্মসূচি পালন করা হবে।