LIVE: পুলিসের বাধায় থমকাল লালবাজার অভিযান, সেন্ট্রাল অ্যাভিনিউর মোড়ে অবরোধে বিজেপি নেতৃত্ব

উত্তপ্ত ফিয়ার্স লেন। প্রথম পর্যায়ের ব্যারিকেড ভেঙে ফেললেন বিজেপি কর্মীরা। পাল্টা জল কামান পুলিসের

Updated By: Jun 12, 2019, 02:18 PM IST
LIVE: পুলিসের বাধায় থমকাল লালবাজার অভিযান, সেন্ট্রাল অ্যাভিনিউর মোড়ে অবরোধে বিজেপি নেতৃত্ব

** এই অভিযানে প্রমাণিত বিজেপি জিতেছে, তৃণমূল হেরেছে: রাহুল সিনহা

** পুলিস দিয়ে বিজেপিকে আটকানো যাবে না: জয়প্রকাশ মজুমদার

** সেন্ট্রাল অ্যাভিনিউ মোড়ে অবরোধ করছে বিজেপি। 

** দিলীপ ঘোষের নেতৃত্বে দ্বিতীয় মিছিল শুরু করেছে বিজেপি। কোনওভাবেই এলাকা ছাড়তে নারাজ তাঁরা। 

 

** সুরন্দর সিং আলুওয়ালিয়া, কৈলাস বিজয়বর্গীয়রা রাস্তায় বসে পড়েছেন। পিছনে রয়েছেন শয়ে শয়ে বিজেপি কর্মী। বউবাজার কার্যত বিজেপি কর্মীদের দখলে। 

** জয় শ্রী রাম স্লোগান দিয়ে এগিয়ে চলেছেন বিজেপি কর্মীরা। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মুখে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিসের বচসা। 

** বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে এগিয়ে চলেছে পুলিস বাহিনী। সেন্ট্রাল অ্যাভিনিউতে জমায়েত করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। 

** ফিয়ার্স লেনে মিছিল আটকাল পুলিস। টিয়ার গ্যাসের সেল ফাটানোয় ছত্রভঙ্গ জনতা। 

 

**ফিয়ার্স লেনে চলছে ইট ছোড়াছুড়ি।  প্রতিরোধ গড়তে পুলিসের জলকামান। ফাটানো হচ্ছে টিয়ার গ্যাসের সেল। 

(টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিস)

** উত্তপ্ত ফিয়ার্স লেন। প্রথম পর্যায়ের ব্যারিকেড ভেঙে ফেললেন বিজেপি কর্মীরা। পাল্টা জল কামান পুলিসের

 

** শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। পুলিস যদি সংঘর্ষ চায় মানুষ তৈরি আছে। বললেন সায়ন্তন বসু

** মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় বাংলায় হিংসা হচ্ছে। এর জবাব তাঁকেই দিতে হবে। আমরা পশ্চিমবঙ্গকে গুজরাটের থেকেও উন্নত করতে চাই। বললেন কৈলাস বিজয়বর্গীয়

** মিছিলে যোগ দিতে ওয়েলিংটনে পৌঁছলেন মুকুল রায়। পৌঁছেছেন একাধিক বিজেপি সাংসদ।

** পুলিসের চোখে ধুলো দিয়ে লালবাজারের সামনে পৌঁছে গেলেন ২ মহিলা বিজেপি কর্মী। জয় শ্রী রাম স্লোগান দিয়ে ওড়ালেন দলের পতাকা। সঙ্গে সঙ্গে গ্রেফতার করল পুলিস। 

** অশান্তি এড়াতে ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থা পুলিসের। লালবাজারের সামনে বন্ধ দোকানপাট। 

** বেলা সাড়ে ১১টা: বন্ধ করে দেওয়া হল বিবি গাঙ্গুলি স্ট্রিট। 

 জোড়া মিছিলে অচল হতে পারে শহর। বেলা বাড়তেই চূড়ান্ত ভোগান্তির শিকার হতে পারেন সাধারণ মানুষ। আজ বিজেপির লালবাজার অভিযান।

 

রাজা সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল বেরিয়ে যাবে হিন্দ সিনেমা। এরপর কলেজস্ট্রিট ও বিবি গাঙ্গুলি স্ট্রিট সংযোগস্থল হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে লালবাজারের দিকে যাবে মিছিল। লালবাজার অভিযানে যোগ দিতে হাওড়া, শিয়ালদহ এবং সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে মিছিল আসবে।

বিজেপির লালবাজার অভিযান ঘিরে জোরদার নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে পুলিস। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হবে মূল  মিছিল।   মিছিলের নেতৃত্বে থাকবেন কৈলাস বিজয়বর্গীয় এবং আঠারো জন জয়ী প্রার্থী।

রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে আজ বিজেপির লালবাজার অভিযান

এছাড়া হাওড়া, শিয়ালদা থেকে মিছিল আসতে পারে  সুবোধ মল্লিক স্কোয়ারে।  কোনও রকম বিশৃঙ্খলা, আম জনতার হয়রানি এড়াতে প্রায় তিন হাজার পুলিস মোতায়েন হবে।  প্রতিটি পয়েন্টে  থাকবেন ডিসি পদমর্যাদার অফিসাররা।  এডিসিপি, জয়েন্ট সিপি মর্যাদার অফিসাররাও রাস্তায় থাকবেন বলে লালবাজার সূত্রে খবর। ফিয়ার্স লেনের ওপরেও থাকছে বাড়তি নজর।  নিরাপত্তার নজরদারিতে থাকবে মোবাইল ভ্যান। থাকছে  কুইক রেসপন্স টিম এবং হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডও।

আবার একই সঙ্গে NRS কাণ্ডের প্রতিবাদে মিছিল করবেন চিকিত্সকেরা।  সেই মিছিল কলেজ স্ট্রিট হয়ে আসবে মেডিক্যাল কলেজ। জোড়া মিছিলের ধাক্কায় মধ্য কলকাতা অচল হয়ে যেতে পারে। চরম দুর্ভোগে পড়তে পারেন নিত্যযাত্রীরা।

.