Live Updates: পুরভোটে সবুজ সুনামি, ১৪৮৬৭ ভোটে জয়ী মন্ত্রী ফিরহাদ হাকিম
KMC Poll Result 2021 Live updates: কলকাতার পুরসভা নির্বাচনে শেষ হাসি কে হাসতে চলেছে তা কেবল সময়ের অপেক্ষা।
নিজস্ব প্রতিবেদন: আজ কলকাতা পুরভোটের (KMC Poll Result 2021) ফল ঘোষণা। কলকাতার ১১টি কেন্দ্রে কড়া নিরাপত্তায় হবে গণনা। দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ছোট লালবাড়ি কার দখলে থাকবে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলি। হাইকোর্টের নির্দেশে স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রেও রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।মঙ্গলবার কলকাতা পুরসভার (kmc) ফলপ্রকাশ। কলকাতার পুরসভা নির্বাচনে শেষ হাসি কে হাসতে চলেছে তা কেবল সময়ের অপেক্ষা।
২০১৫-য় কলকাতা পুরভোটে ১৪৪ ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১১৪ আসনে জিতেছিল। আর বামেরা পেয়েছিল ১৬ আসন। বিজেপি ও কংগ্রেস যথাক্রমে ৭ ও ৫টি আসনে জয়ী হয়েছিল। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ১৩২, বিজেপি ১১ এবং কংগ্রেস মাত্র ১টি ওয়ার্ডে এগিয়ে ছিল। প্রসঙ্গত, কলকাতা পুরভোটে ঘাসফুল শিবিরের ম্যাজিক ফিগার- ৭৩ পাওয়া সময়ের অপেক্ষা। কিন্তু তৃণমূলের লক্ষ্যে ১৪৪-আসনের কত কাছে পৌঁছতে পারছে তারা।
এবারে পুরভোটে (KMC Election 2021) রক্ত ঝরেছে কলকাতায়। শিয়ালদহে বোমার আঘাতে জখম ভোটার। বাদ যায়নি বুথে এজেন্টকে বসতে না দেওয়া, ধাক্কাধাক্কি-মারধর-হুমকির অভিযোগও। 'পোশাক ছিঁড়ে দেওয়া' হয় খোদ বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের। এলএলএ হস্টেলে 'তালাবন্দি' থাকতে গিয়ে একদল বিজেপি বিধায়ককেও। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন জেলায় জেলা বিক্ষোভও দেখান বিজেপি-কর্মী সমর্থকরা।
সে কারণেই ফলাফলের দিন কোনও ঝুঁকি নেয়নি রাজ্য নির্বাচন কমিশন। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন মোট ৩ হাজার পুলিসকর্মী। যার মধ্যে আধিকারিক রয়েছেন ১ হাজার। প্রতি কেন্দ্রেই মোতায়েন থাকবেন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। নিরাপত্তায় থাকছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিস। নজরদারি চলবে ড্রোনের মাধ্যমেও। কাউন্টিং এজেন্টরা মোবাইল ফোন নিয়ে গণনাকেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। সমস্ত গণনা কেন্দ্রের বাইরে জারি ১৪৪ ধারা। এক একটি ঘরে থাকবে ৭টা করে টেবিল। ১৩ থেকে ১৬ রাউন্ড করে গণনা হবে।
Latest Updates
কলকাতা পুরভোট ফল
কলকাতা পুরভোটে মাত্র ২ টি ওয়ার্ডে জিতলেও ৬৫ আসনে দ্বিতীয় স্থানে বামেরা। কংগ্রেস এগিয়ে ১৫ আসনে, বিজেপি ৫৪ আসনে এগিয়ে।
দুপুর ২ টো পর্যন্ত ভোট শতাংশ-
তৃণমূল ৭১.৯৫ শতাংশ
সিপিএম ১১ শতাংশ
কংগ্রেস ৪.৪৭ শতাংশ
বিজেপি ৮.৯৪ শতাংশ
জয়ী ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম ১৪৮৬৭ ভোটে জয়ী। ৮২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি।
১৪১ ওয়ার্ডে জিতল পূর্বাশা নস্কর
১৪১ ওয়ার্ডে জিতল নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর। ৫৩৬ ভোটে জিতে বললেন, তৃণমূলে যেতে চাই।
বৃহস্পতিবার মেয়রের নাম প্রস্তাব!
২৩ তারিখ দুপুর ২ টোয় মেয়রের নাম প্রস্তাব করা হবে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জয়ী আরও ১ বাম প্রার্থী
১০৩ নম্বর ওয়ার্ডে ৮৬ ভোটে জয়ী সিপিএম প্রার্থী নন্দিতা রায়
''ঘৃণা ও হিংসার বাংলায় কোনও জায়গা নেই'', অভিষেক
পুরভোটে ১৩১ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। টুইট করে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
''বিজেপি, সিপিএম বেপাত্তা এবং কংগ্রেস স্যান্ডউইচ'', বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ''মানুষকে, আমার ভাই বোনেদের অভিনন্দন। এই নির্বাচন গণতন্দ্রের জয়। নির্বাচনই হয়েছে উৎসবের মতো করে। এটাই আশা করে জনগণ। কামাক্ষ্যা যাওয়ার আগে দেখা করে গেলাম। মা-মাটি-মানুষের প্রতি কৃতজ্ঞ। আমরা আরও বেশি করে কাজ করব। কলকাতা এবং বাংলা আমাদের গর্ব। বিশ্বকে পথ দেখাবে বাংলা। আমরা মাটিতে থেকে কাজ করি তাই আমাদের ল্যান্ডস্লাইড ভিকট্রি হয়েছে। কলকাতা নিরাপদ শহর। এবারে আমরা গ্রাম, সেমি আরবান ও আরবান এলাকার প্রতি আরও বেশি করে নজর দেব।''
খাতা খুলল বাম
৯২ নম্বর ওয়ার্ডে ৩৪২৬ ভোটে জয়ী বামপ্রার্থী মধুছন্দা দেব।
পুরভোটের ফল
মোট ১৩৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে ৫টি ওয়ার্ডে।বামফ্রন্ট এগিয়ে ১টি ওয়ার্ডে। কংগ্রেস এগিয়ে ২টি ওয়ার্ডে। নির্দল প্রার্থীরা এগিয়ে ৩টি ওয়ার্ডে
নির্দল প্রার্থীকে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ
১৪১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী পূর্বাশা নস্করকে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ। প্রার্থী সূত্রে খবর, তিনি নাকি এগিয়ে রয়েছেন।
১ আসনে এগিয়ে বামপ্রার্থী
১০৩ নম্বরে চতুর্থ রাউন্ডের শেষে বামপ্রার্থীকে পিছনে ফেলে ৫০ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। ৯৩ -এ তৃণমূলের মৌসুমী দাস জয়ী।
কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা
নেতাজি ইনডোরের বাইরে উত্তেজনা।কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা। বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিস লাঠি উঁচিয়ে তাড়া করে।
২ আসনে জয়ী কংগ্রেস, ১ আসনে জয়ী বিজেপি
১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেসের অসীম আনসারি। অন্যদিকে, ৬৩,৬৪,৮৩,১১৫,১১৭,১১৯,১২২ জয়ী তৃণমূল। ১২২ সোমা চক্রবর্তী ১১ হাজার ৪০০ ভোটে জয়ী। ২২ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপির মীনা দেবী পুরোহিত।
১১০ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস
৪৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের সন্তোষ পাঠক জয়ী। অন্যদিকে সকাল ১০টা পর্যন্ত বামেদের প্রাপ্ত ভোট ১১.৫ শতাংশ।
জয়ী সুশান্ত ঘোষ ও অনন্যা বন্দ্যোপাধ্যায়
৯৮ নম্বর ওয়ার্ডে Cpm-এর মৃত্যুঞ্জয় চক্রবর্তী এগিয়ে ১০৮ ভোটে, তৃতীয় রাউন্ডের পর পিছিয়ে তৃণমূল এর অরূপ চক্রবর্তী। ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায় প্রায় ৩৭ হাজার ভোটে জয়ী। ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত ঘোষ ১৩ হাজারের কিছু বেশি ভোটে জয়ী।
১৬ নম্বর বোরোর ফলাফল
১৬ নম্বর বোরো-তে ১২৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সুদীপ পল্লে ২৫৫০ ভোটে এগিয়ে। ১২৫ নম্বরে ছন্দা সরকার ৪২০০ ভোটে, ১২৪ ওয়ার্ডে রাজীব দাস ১৮০০ ভোটে, ১২৬ নম্বরে বাচ্চু বাগ ১৫০০ ভোটে এগিয়ে, ১৪৩ কৃষ্ণা বিশ্বাস ৪১০০ ভোটে এগিয়ে।
জয়ী তৃণমূলের ৭ প্রার্থী
৭৩৫১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মালা রায়, ১১৭ তে জয়ী অমিত সিং, জয়ী দেবাশিস কুমার, কাকলি বাগ, তারকনাথ চক্রবর্তী।
পুরভোটের ফলাফল
ওয়ার্ড 71 AITC ( পাপিয়া সিং)
প্রাপ্ত ভোট - 4161
(3364 ভোটে এগিয়ে)ওয়ার্ড 73 AITC (কাজরি ব্যানার্জী)
প্রাপ্ত ভোট - 2973 (এগিয়ে)
(2174 ভোটে এগিয়ে)ওয়ার্ড 74 AITC (দেবলীনা বিশ্বাস )
প্রাপ্ত ভোট - 2393
(1517 ভোটে এগিয়ে)ওয়ার্ড 75 AITC (নিজামুদ্দিন শামস)
প্রাপ্ত ভোট - 2033 (এগিয়ে)
(1203 ভোটে এগিয়ে)ওয়ার্ড 76 (sasti das)
প্রাপ্ত ভোট - 2226
(1821 ভোটে এগিয়ে)ওয়ার্ড 77 AITC (স্বামীমা রেহান খান)
প্রাপ্ত ভোট - 8107(এগিয়ে)
7057 ভোটে এগিয়েওয়ার্ড 78 AITC (সোমা দাস)
প্রাপ্ত ভোট - 10336 (এগিয়ে)
9264 ভোটে এগিয়েওয়ার্ড 79 AITC রাম পেয়ারে রাম
প্রাপ্ত ভোট 3673
1723 ভোটে এগিয়েওয়ার্ড 80 AITC ( মোহাম্মদ আনোয়ার খান)
প্রাপ্ত ভোট - 2976
(1331 ভোটে এগিয়ে)ওয়ার্ড 82 AItC (ফিরহাদ হাকিম)
প্রাপ্ত ভোট - 5782
(4792 ভোট এগিয়ে)পুরভোটের ফলাফল
৩৯ নম্বর ওয়ার্ডে ১৭০০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মহম্মদ জসিমউদ্দিন।
পুরভোটের ফলাফল
৮৫ নম্বর ওয়ার্ডে ১০ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী দেবাশিষ কুমার
পুরভোটের ফলাফল
৮০৪২ ভোটে ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী তারক সিং।
এগিয়ে তৃণমূল
১৩১ নম্বর ওয়ার্ডে তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে পঞ্চম রাউন্ডের শেষে ৯৮০০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফৈয়াজ আহমেদ খান।
-
১১৯ নম্বর ওয়ার্ডে ৪৮৫৪ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কাকলি বাগ।
পুরভোটের ফলাফল
চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূলের সন্তোষ পাঠক ১২০০ ভোটে, পরেশ পাল ৪,৯৩২ ভোটে এবং পঞ্চম রাউন্ডের শেষে ৫৯৮৬ ভোটে এগিয়ে অনিন্দ্য রাউত।
পুরসভার ফলাফল
ওয়ার্ড 71 AITC ( পাপিয়া সিং)
প্রাপ্ত ভোট - 1781
(1374 ভোটে এগিয়ে)ওয়ার্ড 73 AITC (কাজরি ব্যানার্জী)
প্রাপ্ত ভোট - 1538 (এগিয়ে)
(1122 ভোটে এগিয়ে)ওয়ার্ড 74 AITC (দেবলীনা বিশ্বাস )
প্রাপ্ত ভোট - 303
(144 ভোটে এগিয়ে)ওয়ার্ড 75 AITC (নিজামুদ্দিন শামস)
প্রাপ্ত ভোট - 964 (এগিয়ে)
(774 ভোটে এগিয়ে)ওয়ার্ড 76 (sasti das)
প্রাপ্ত ভোট - 1352
(1135 ভোটে এগিয়ে)ওয়ার্ড 77 AITC (স্বামীমা রেহান খান)
প্রাপ্ত ভোট - 1940(এগিয়ে)ওয়ার্ড 78 AITC (সোমা দাস)
প্রাপ্ত ভোট - 3479 (এগিয়ে)ওয়ার্ড 80 AITC ( মোহাম্মদ আনোয়ার খান)
প্রাপ্ত ভোট - 1285
(946 ভোটে এগিয়ে)ওয়ার্ড 82 AItC (ফিরহাদ হাকিম)
প্রাপ্ত ভোট - 2218
(1735 ভোট এগিয়ে)ভোট শতাংশে বিজেপি পেছনে ফেলল বামেরা
এখনও পর্যন্ত ফলাফলের নিরিখে ৭৪ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল, অন্যদিকে বামেদের ভোট শতাংশ ৮.৯। সেখানে বিজেপি পেয়েছে ৭.৯ শতাংশ ভোট।
৬৯ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
৪ রাউন্ডের শেষে ববি হাকিম ৪০০৬ ভোটে এগিয়ে। ১০৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী অরিজিৎ দাস ঠাকুর ২৭১১ ভোটে এগিয়ে। সুশান্ত ঘোষ ৪ রাউন্ডের শেষে ৮২০০ ভোটে এগিয়ে।
৫৬ আসনে তৃণমূল ৫ আসনে বিজেপি
৮৫ নম্বর ওয়ার্ডে দেবাশিস কুমার ২০৩২ ভোটে এগিয়ে। ৮৮ নম্বরে দ্বিতীয় রাউন্ডের শেষে মালা রায় এগিয়ে ৩২১৮ ভোটে। ৭০-এ ৮৭০ ভোটে এগিয়ে অসীম বোস। ৪২ নম্বরে এগিয়ে বিজেপি।
৪০ ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, ৪ আসনে বিজেপি
৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ পাল দ্বিতীয় রাউন্ডের শেষে ২৬০০ ভোটে এগিয়ে। অন্যদিকে, ৬৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান এগিয়ে ৫৩৮৯ ভোটে এগিয়ে।
কলকাতা পুরভোট ২০২১ ফলাফল
২২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোগিত ৫১২ ভোটে এগিয়ে। ৬৩, ৬৪, ৭৭ ও ৭৮ নম্বরে এগিয়ে তৃণমূল।
এগিয়ে তৃণমূল
১০৮ ওয়ার্ডে সুশান্ত ঘোষ তৃণমূল ২০৫৪ ভোটে এগিয়ে। এখনও পর্যন্ত ১১৫,১১৬,১১৭ ,১২৮,১৩২ ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
১৮ টি ওয়ার্ডে তৃণমূল, ১ টিতে বিজেপি, ১ টিতে কংগ্রেস ও ১ টিতে নির্দল
এখনও পর্যন্ত পাওয়া গণনা অনুসারে, ওয়ার্ড ১০ সুব্রত বন্দ্যোপাধ্যায়, ১১ ওয়ার্ডে অতীন ঘোষ, ১২ ওয়ার্ডে মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, ১৫ ওয়ার্ডে শুক্লা ভড়, ১৬ নম্বর ওয়ার্ডে স্বপন কুমার দাস এগিয়ে।
এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূল কংগ্রেস
৮৮ ওয়ার্ডে ১ রাউন্ডে মালা রায় ১৩৭৬ ভোটে এগিয়ে। দেবাশিস কুমার এগিয়ে ১৩৬০ ভোটে। ৫০ নম্বর ওয়ার্ডে সজল ঘোষ ১৩২ ভোটে এগিয়ে দ্বিতীয় রাউন্ডে (বিজেপি)। ১০১ ওয়ার্ডে বাপ্পাদিত্য দাশগুপ্ত এগিয়ে।
ইলেকশন ডিউটি ভোটে এগিয়ে TMC
১৩৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস, ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী।
শুরু হয়েছে ইলেকশন ডিউটি ভোট
এখনও পর্যন্ত গণনার কোনও ইঙ্গিত নেই। বোরো অনুযায়ী ও ওয়ার্ড অনুযায়ী ফলাফল প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন।
সাংবাদিকদের মুখোমুখি ফিরহাদ
ফিরদাহ হাকিমের মেজ মেয়ে সুপার ভাইজার এবং ছোট ও বড় মেয়ে কাউন্টিং এজেন্ট। ফিরহাদ হাকিম বলেন, ''তৃণমূল জিতবে এটা তো জানাই। তাই খুব রেষারেষির প্রয়োজন নেই। বিরোধীদেরও পরামর্শ সৌর্দাহ্যপূর্ণ ভাবে প্রক্রিয়া চলতে দিন।
গীতাঞ্জলি স্টেডিয়ামের সামনে পুলিসি নিরাপত্তা
আজই কলকাতার রায়
বরো ৭-এর ভোটগণনা হবে গীতাঞ্জলী স্টেডিয়ামে। ১১ ওয়ার্ডের বরো ৮-এর গণনা হবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিংয়ে।
গণনা কেন্দ্র দিকে রওনা দিলেন ফিরহাদ হাকিম
তিন মেয়েকে নিয়ে গণনা কেন্দ্রের দিকে রওনা হলেন ফিরহাদ হাকিম। বাড়ির কাছে চেতলা অগ্রণী ক্লাবে খোলা হয়েছে কন্ট্রোল রুম। আজ দিনভর সেখানেও কাটাবেন ফিরহাদ হাকিম। পরিবহণমন্ত্রী নিজেই ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী।
কলকাতা পুরসভার মোট বরো সংখ্যা ১৬
কলকাতা পুরসভার মোট বরো সংখ্যা ১৬ টি। বরো ১ ও ২-এর ভোটগণনা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। বরো ১ গঠিত কলকাতা পুরসভার ১ থেকে ৯, ৯টি ওয়ার্ড নিয়ে। আর বরো ২ গঠিত ১০ থেকে ২০ নম্বর ওয়ার্ড, মোট ৯ টি ওয়ার্ড নিয়ে। কলকাতা পুরসভার ৩ থেকে ৬ নম্বর বরোর ভোটগণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
তৃণমূল কংগ্রেসের নিষেধাজ্ঞা
তবে বিজয় দিবস পালন না করার পরামর্শ দিয়েছে তৃণমূল কংগ্রেস।
ভোট গণনা ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা
ত্রিস্তরীয় নিরাপত্তায় স্ট্রং রুম, সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু। ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে হবে ভোটগণনা। এক একটি ঘরে থাকবে ৭টা করে টেবিল। ১৩ থেকে ১৬ রাউন্ড করে গণনা হবে।
ভাগ্য নির্ধারণ হবে মোট ৯৫০ জন প্রার্থীর
মোট ওয়ার্ড- ১৪৪
ম্যাজিক ফিগার- ৭৩
*২০১৫ সালে কলকাতা পুরভোটে ইতিহাস তৈরি করে তৃণমূল। প্রথমবার ৫১ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন।
*২০১৮ সালে মেয়র হিসেবে পদত্যাগ করেন শোভন চট্টোপাধ্যায়। দায়িত্ব নেন ফিরহাদ হাকিম, বর্তমানে তিনিই পুরপ্রশাসক মন্ডলীর চেয়ারম্যান।
কলকাতা পুরসভা দখল কার হাতে?
কলকাতা পুরসভা দখল কার হাতে আসবে তা নিশ্চিত করে জানা হয়ে যাবে। কে কত আসন পাবে, তাও নিশ্চিত হয়ে যাবে দুপুরের মধ্যেই। তার আগে কলকাতা পুরসভা নির্বাচনে অন্তত ১৩৪ আসনে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস। বিজেপি, কংগ্রেস এবং সিপিএম-সহ বামফ্রন্টও স্বীকার করে নিয়েছে তৃণমূলের জয়ের কথা। বিরোধীরা এখন চাইছে দুই অঙ্কের আসন সংখ্যায় পৌঁছতে। বিজেপির আশা তাঁরা দুই অঙ্ক ছোবেন এবং একুশের বিধানসভার থেকে ভালো ফল করবেন।