দিনভর সওয়াল-জবাব, হাইকোর্টে শেষ হল নারদ মামলার শুনানি

Last Updated: Wednesday, May 19, 2021 - 17:04
দিনভর সওয়াল-জবাব, হাইকোর্টে শেষ হল নারদ মামলার শুনানি

19 May 2021, 16:30 PM

শুনানি আজকের মত শুনানি শেষ। ফের শুনানি হবে আগামীকাল অর্থাত্‍ বৃহস্পতিবার দুপুর ২ টায় শুনানি হবে।

19 May 2021, 16:30 PM

আইনমন্ত্রী নিম্ন আদালতে গিয়েছিলেন ঠিকই। কিন্তু স্রেফ মন্ত্রীই নন, তিনি বিধায়কও।  তাহলে এই ঘটনাকে অস্বাভাবিক ভাবে দেখব কেন?: সিংভি

 

19 May 2021, 16:00 PM

মানছি, সহকর্মী। কিন্তু মুখ্যমন্ত্রী তো অল্প সময়ের জন্য় যাননি। ৫-৬ ঘণ্টা নিজাম প্যালেসে ছিলেন। এ ব্যাপারে আপনি কি বলবেন? কেন শুনানি চলাকালীন নিম্ম আদালতে ছিলেন রাজ্যের আইনমন্ত্রী?, পাল্টা প্রশ্ন বিচারপতির

 

19 May 2021, 15:45 PM

মুখ্যমন্ত্রীর জন্য অশান্তি হয়নি। বরং তিনি এবং অন্য বিধায়কেরা অশান্তির বিরোধিতা করেছেন। কর্মীদের বারবার শান্ত হতে বলছেন: অভিষেক মনু সিংভি

 

19 May 2021, 15:45 PM

ইচ্ছাকৃতভাবে আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল। সিবিআই-কে ভয় দেখানোর জন্য় প্রচুর সংখ্যক দুষ্কৃতী ছিল। অনেক মন্ত্রী কোর্ট চত্বরে হাজির ছিলেন। এমনকী, আইনমন্ত্রী নিজে আদালতে উপস্থিত ছিলেন। এটা বিচারব্যবস্থার উপর চাপ তৈরি করার কৌশল: তুষার মেহেতা

19 May 2021, 15:45 PM

আগামীতে কেউ গ্রেফতার হলে এমনই হবে। এঁরা সকলেই প্রভাবশালী: CBI আইনজীবী

 

19 May 2021, 15:45 PM

সিবিআই আধিকারিকদের হুমকি দেওয়া হয়েছিল। এমন অবস্থা হয় যে, অভিযুক্তদের শারীরিক পরীক্ষা করানো যায়নি: তুষার মেহেতা

 

19 May 2021, 15:45 PM

অভিযুক্তদের ভার্চুয়ালি কোর্টে পেশ করতে হয়েছিল। এত সংখ্যায় জমায়েত ছিল: তুষার মেহেতা

 

19 May 2021, 15:30 PM

সিবিআই আধিকারিকরা বাইরে বেরোতে পারেননি। অফিসের বাইরে বিশাল জমায়েত ছিল। সবাইকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছিল। CM নিজে ৬ ঘণ্টা ধর্ণায় বসেছিলেন: তুষার মেহতা 

 

19 May 2021, 15:30 PM

সেদিনের ঘটনা নজিরবিহীন: তুষার মেহতা

 

19 May 2021, 15:30 PM

বিক্ষোভকে যেভাবে দেখানো হচ্ছে, তা ঠিক নয়: সিংভি

 

19 May 2021, 15:30 PM

সেদিনের বিক্ষোভ সম্পূর্ণ পরিকল্পিত ছিল: CBI আইনজীবী

 

19 May 2021, 15:30 PM

অভিযুক্তদের না জানিয়ে মামলা করা হয়েছে। নানা কৌশলে অভিযুক্তদের জেলে ঢোকার চেষ্টা হচ্ছে: অভিষেক মনু সিংভি।

 

19 May 2021, 15:15 PM

করোনাকালে তাঁদের জেলে রাখা কি জরুরি: বিচারপতি

 

19 May 2021, 15:15 PM

অভিযুক্তেরা তদন্তে অসহযোগিতা করছে, এমন অভিযোগ কি আছে?: বিচারপতি

 

19 May 2021, 15:15 PM

প্রভাবশালী নেতাদের সুবিধা দিতে আইনের ক্ষতি করা হয়েছে: তুষার মেহতা

 

19 May 2021, 15:15 PM

সেদিনের পরিস্থিতি 'এক্সট্রা অর্ডিনারি' ছিল: তুষার মেহতা

 

19 May 2021, 15:15 PM

মানুষের চাপের অভিযোগ ছিল, তাই স্থগিতাদেশ: বিচারপতি

 

19 May 2021, 15:15 PM

গ্রেফতারির পর যা হয়েছে, তা নজিরবিহীন, এই প্রথম: তুষার মেহতা

 

19 May 2021, 15:00 PM

ন্যায় বিচারে বাধা দেওয়া হচ্ছে: CBI আইনজীবী

 

19 May 2021, 15:00 PM

হাইকোর্টের নির্দেশেই তদন্ত হচ্ছে, এই অবস্থায় তদন্তে বাধা দেওয়া হচ্ছে: CBI আইনজীবী

 

19 May 2021, 15:00 PM

করোনা পরিস্থিতিতে জেল জরুরি? আদালতের প্রশ্ন

 

19 May 2021, 15:00 PM

কোভিড বিধির ভঙ্গের যুক্তিতে মামলা স্থানান্তর ঠিক হবে না।

19 May 2021, 15:00 PM

৫ বছর পর মনে পড়ল মামলার কথা।

19 May 2021, 15:00 PM

হাইকোর্টে তৃণমূল নেতাদের হয়ে সওয়াল করছেন অভিষেক মনু সিংভি।