ভিডিয়ো: রাহুলের প্রচারে 'বাধা' দিতে সদলবলে চড়াও তৃণমূল কাউন্সিলর
বৃহস্পতিবার সকালে কলকাতার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন রাহুল সিনহা।
অঞ্জন রায়
প্রচারে বেরিয়ে তৃণমূলের বাধার মুখে পড়লেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তাঁকে প্রচার করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
বৃহস্পতিবার সকালে কলকাতার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন রাহুল সিনহা। তখনই দলবল নিয়ে স্থানীয় কাউন্সিলর সুনন্দা সরকার বিজেপির জাতীয় সম্পাদকের উপরে চড়াও হন বলে অভিযোগ। তৃণমূলের পতাকা নিয়ে কাউন্সিলরের দলবল স্লোগান তোলে, 'গো ব্যাক রাহুল'। ওঠে 'চৌকিদার চোর হ্যায়' স্লোগানও। পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। এরপর এলাকা ছাড়েন রাহুল সিনহা।
তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ তুলেছে বিজেপি। তাদের বক্তব্য, এটাই রাজ্যের গণতন্ত্র। আর এই মুখ্যমন্ত্রীই নরেন্দ্র মোদীকে স্বৈরাচারী আখ্যা দিয়ে দেশে গণতন্ত্র ফেরানোর কথা বলে বেড়াচ্ছেন। ব্রিগেডে বিরোধীদের এনে সভাও করেছেন মমতা। বিরোধীদের প্রচারে বাধা, মারধর করাই হল তৃণমূল নেত্রীর গণতন্ত্র।
আরও পড়ুন- শুল্ক দফতরে হাজিরা দিতে হবে অভিষেকের স্ত্রীকে, নির্দেশ হাইকোর্টের