ভোটের দিন ঘোষণার পরই লোকসভার নির্বাচনী প্রচার শুরু করছে বামেরা

চলতি সপ্তাহ থেকে পুরোদমে লোকসভা ভোটের প্রচারে নেমে পড়ছে সিপিআইএম। প্রার্থী ঘোষণার পরই জেলা সফরে বেরিয়ে পড়ছেন রাজ্য নেতারা। প্রথম ধাপে তিন-ভাগে প্রচার-কৌশল ঠিক করেছে আলিমুদ্দিন। নেতৃত্বে থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র এবং গৌতম দেব।

Updated By: Mar 4, 2014, 08:16 PM IST

চলতি সপ্তাহ থেকে পুরোদমে লোকসভা ভোটের প্রচারে নেমে পড়ছে সিপিআইএম। প্রার্থী ঘোষণার পরই জেলা সফরে বেরিয়ে পড়ছেন রাজ্য নেতারা। প্রথম ধাপে তিন-ভাগে প্রচার-কৌশল ঠিক করেছে আলিমুদ্দিন। নেতৃত্বে থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র এবং গৌতম দেব।

সিপিআইএমের লোকসভা ভোটের প্রচার চলবে তিন ধাপে। প্রথম ধাপে জেলায় জেলায় কর্মিসভা, যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বেশিরভাগ কর্মিসভাতেই উপস্থিত থাকছন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু নিজে। শুধু দলের কর্মিসভা নয়, একইসঙ্গে তিনি যাচ্ছেন গণসংগঠনগুলির কর্মিসভাতেও। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি জেলা সমিতির কর্মিসভা সেরে ফেলেছেন।

দ্বিতীয় ধাপে, কর্মিসভার পাশাপাশি চলবে লোকসভাভিত্তিক জনসভা। ৬ মার্চ থেকে লোকসভাভিত্তিক সভা শুরু করবেন সূর্যকান্ত মিশ্র। তাঁর প্রথম সভা পূর্ব মেদিনীপুরের লোকসভা কেন্দ্রগুলিতে। পূর্ব মেদিনীপুর থেকেই তিনি চলে যাবেন নদিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং দক্ষিণ ২৪ পরগনায়। তৃতীয় ধাপে জেলায় জেলায় জনসভা শুরু করছেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথম সভা ৭ই মার্চ হাওড়ার ডুমুরজলায়।

শারিরীক কারণে উত্তরবঙ্গের জেলাগুলিকতে যেতে না পারলেও দক্ষিণবঙ্গে পুরোদমে প্রচার চালাবেন তিনি। মূলত জনসভাই করবেন তিনি। জনসভার ক্ষেত্রে বড় ভূমিকা নেবেন গৌতম দেবও। সাতই মার্চ যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য হাওড়ায় সভা করবেন, ওই দিনই নদিয়ার তেহট্টে জনসভা করবেন গৌতম দেব। ১১ মার্চ বসছে সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক। ওই বৈঠকেই জেলায় জেলায় প্রচার কর্মসূচি চূড়ান্ত হবে।

.