লোকসভা ভোট মাথায় রেখে রাজ্যে শক্তি বাড়াতে ময়দানে বিজেপি
লোকসভা নির্বাচনের আগে এরাজ্যে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে ময়দানে নেমেছে বিজেপি। শুধুমাত্র নীচুতলার কর্মী নয়, দলের ভাবমূর্তি আরও আকর্ষণীয় করে তুলতে সমাজের বিশিষ্টদেরও দলে টানতে চাইছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।
লোকসভা নির্বাচনের আগে এরাজ্যে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে ময়দানে নেমেছে বিজেপি। শুধুমাত্র নীচুতলার কর্মী নয়, দলের ভাবমূর্তি আরও আকর্ষণীয় করে তুলতে সমাজের বিশিষ্টদেরও দলে টানতে চাইছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।
আজ বিজেপিতে যোগ দিলেন রাজ্যের পুলিস-প্রশাসনের বেশ কয়েকজন প্রাক্তন কর্তা। এঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রাধাকান্ত ত্রিপাঠী, প্রাক্তন ডিজি এ কে মহান্তি, রাজ্য নির্বাচন কমিশনের প্রাক্তন অফিসার এস কে মগন এবং সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা সুজিত ঘোষ। বিজেপিতে যোগ দিয়েছেন কয়েকজন শিল্পপতিও। পাঁচই ফেব্রুয়ারি ব্রিগেডে মোদির সমাবেশ। সমাবেশ সফল করতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তার আগে শিল্পপতি এবং প্রাক্তন আমলাদের দলে যোগদান রাজ্যে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে মনে করছেন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা।