Maa তুমি কার? বুদ্ধদেবের প্রকল্প, দাবি CPM-র; বাস্তবায়ন করেছেন মমতা, পাল্টা TMC

উড়ালপুল নিয়ে সিপিএম-তৃণমূল তরজা। 

Updated By: Sep 12, 2021, 11:23 PM IST
Maa তুমি কার? বুদ্ধদেবের প্রকল্প, দাবি CPM-র; বাস্তবায়ন করেছেন মমতা, পাল্টা TMC

নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশ সরকারের বিজ্ঞাপনে মা উড়ালপুলের ছবি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল-বিজেপির। এই আসরে নেমে পড়েছে সিপিএম-ও। নেট মাধ্যমে বাম নেতা-কর্মীরা দাবি করেছেন, এই উড়ালপুল তৈরির কাজ শুরু হয়েছিল বাম আমলেই। সেটাই নিজের তৈরি বলে দাবি করছে তৃণমূল। তার পাল্টা রাজ্যের শাসক দলের বক্তব্য, উড়ালপুলের পরিকল্পনা বাম সরকারের হলেও তার সফল রূপায়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। 

রবিবার সকালে উত্তরপ্রদেশ সরকারের উন্নয়ন কর্মযজ্ঞের বিজ্ঞাপন একটি সংবাদপত্রের পাতাজুড়ে দেওয়া হয়েছে। সেই বিজ্ঞাপনে মা উড়ালপুলের ছবি দিয়ে দাবি করা হয়েছে, এভাবেই উন্নয়ন হচ্ছে উত্তরপ্রদেশে। এরপরই বিজেপির উন্নয়ন মডেলকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে  শীর্ষ তৃণমূল নেতারা। সাংবাদিক বৈঠকে তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন (Derek O'Brien) বলেন,'বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হয়েছে তা মেনে নিলেন যোগী আদিত্যনাথ।' এটা জালিয়াতি নয়। বরং ভুল বলে ব্যাখ্যা দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। দ্বিমুখী লড়াইকে ত্রিমুখী হয়েছে বাম-সংযোজনে। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ফেসবুকে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করেন। 'মিথ্যার কি অপার মহিমা' নামে ওই ব্যঙ্গচিত্রে দেখা যাচ্ছে,পরমা উড়ালপুল হাতে বুদ্ধদেব ভট্টাচার্য। তা মা হল মমতার হাতে। যোগী সেটাই দেখালেন উত্তমপ্রদেশ হিসেবে। 

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর টুইটারে লেখেন,'যোগী আদিত্যনাথের ইউপি সরকারের বিজ্ঞাপনে দেখানো হয়েছে কলকাতার ফ্লাইওভার ও লাগোয়া হোটেলগুলি। সবই বাম আমলের প্রস্তাব, প্রকল্প এবং প্রায় সম্পূর্ণকরণ। মাননীয়ার আমলে পরমা থেকে মা নামকরণ এবং নীল সাদা রঙ করে চালু করা। বিজেপির মতোই মাননীয়ার বাহিনী খুশিতে ডগমগ। নকলের প্রতিযোগিতা যে!'       

সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য বলেন,'মমতা ও যোগী আদিত্যনাথ দুজনেই স্বীকার করলেন বাংলার উন্নয়ন প্রকৃত অর্থে বাম আমলে হয়েছিল। যে উন্নয়নের কথা বলেন, যার ছবি দেখান তার সব পরিকল্পনা বামেরা করে গিয়েছে। ওরা এসে লাল-নীল-সাদা রং করে নাম পাল্টেছেন। যতটুকু প্রদর্শন হচ্ছে তা বাম আমলের। বরং বহু উড়ালপুল রক্ষণাবেক্ষণের না করায় ভেঙে পড়েছে সেই কৃতিত্ব আছে ওদের।'

বামেদের জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র সমীর চক্রবর্তী। তাঁর কথায়,'ওরা সবই পরিকল্পনা করে গিয়েছে। আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। সিপিএমের সবই তো ৩৪ বছরের পরিকল্পনা। কিন্তু পরিকল্পনার রূপ কেউ দেখেনি। সব পরিকল্পনার শেষ টান দিতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ৩৪ বছর ধরে সিপিএম একটা ব্রিজ তৈরি করতে পারেনি। শেষপর্যন্ত পরিকল্পনা রূপায়িত করে সমাপ্ত করলেন মমতাই। বাংলার রাজনীতিতে ওরা অপ্রাসঙ্গিক। বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না।'

আরও পড়ুন- By-Poll: অবিমৃষ্যকারিতা, কংগ্রেসকে খোঁচা Bikash-র; পাল্টা এল, 'যায় আসে না'

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.