'প্রভাবশালী নই, জামিন দিন', মদন মিত্রের জামিন আবেদন খারিজ, আরও ১৪ দিনের জেল

আর প্রভাবশালী নই। এবার জামিন দিন। আলিপুর আদালতে ফের আবেদন জানালেন মদন মিত্র। আইনের বিরোধিতা করেছে সিবিআই।  

Updated By: Jul 11, 2016, 07:04 PM IST
'প্রভাবশালী নই, জামিন দিন', মদন মিত্রের জামিন আবেদন খারিজ, আরও ১৪ দিনের জেল

ওয়েব ডেস্ক: আর প্রভাবশালী নই। এবার জামিন দিন। আলিপুর আদালতে ফের আবেদন জানালেন মদন মিত্র। আইনের বিরোধিতা করেছে সিবিআই।  

জেল আর আদালত। মাঝেমধ্যে হাতপাতাল।  ১৯ ধরে এই তিন গণ্ডিতেই বন্দি মদন মিত্র। সোমবার সারদা রিয়েলটি মামলায় তাঁকে ফের তোলা হয় আদালতে। জামিনের আবেদন করেন তৃণমূল নেতার আইনজীবী। আদালতে তিনি বলেন, মদন মিত্র আর মন্ত্রী নন। বিধায়কও নন। এমনকি শাসকদলের কোনও পদাধিকারীও নন। মদন মিত্রের অনুগামীদের বিরুদ্ধে সাক্ষীকে ভয় দেখানো বা প্রমাণ নষ্টের চেষ্টার কোনও অভিযোগও নেই। সিবিআইয়ের শেষ পাঁচটি অতিরিক্ত চার্জশিটেও মদন মিত্রের বিরুদ্ধে নতুন কোনও অভিযোগ নেই। 

জামিনের বিরোধিতায় সিবিআই আইনজীবী বলেন, মদন মিত্র মন্ত্রী বা বিধায়ক নাই হতে পারেন। কিন্তু, পরিস্থিতির এখনও বদল হয়নি।

অর্থাত্‍ মন্ত্রী বা বিধায়ক না হলেও তৃণমূল নেতার প্রভাবশালী স্টেটাস রয়েই গিয়েছে। সিবিআই আইনজীবী একথাই বোঝাতে চেয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এরপর কেস ডায়েরি নিয়ে প্রশ্ন তোলেন মদন মিত্রের আইনজীবী। তিনি প্রশ্ন তোলেন, কেস ডায়েরি ছাড়া তদন্তের অগ্রগতি বোঝা যাবে কী করে? কেস ডায়েরি কোথায়?

সিবিআই আইনজীবী জানান, কেস ডায়েরি আনা হয়নি। এজন্য বিচারকের তিরস্কারের মুখেও পড়েন তিনি। পরে জামিনের আবেদন খারিজ করে মদন মিত্রকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। 

.