এ বছর মাধ্যমিক পরীক্ষার ১০ টি সবার জেনে রাখার মতো তথ্য

পরশু অর্থাত্‍ সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। হয়তো আপনার পরিবারেরই কেউ এবার বসছে জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা দিতে। পরিবারের কেই না হলে হয়তো, আত্মীয় কেউ অথবা পাড়ারই কোনও ভাই বা বোন। আমাদের তো মাধ্যমিক পরীক্ষা নিয়ে সবসময়ই আগ্রহ থাকে। তাই পরশু পরীক্ষা শুরুর আগে জেনে নিন এবারের মাধ্যমিক পরীক্ষার এক ডজন তথ্য। যেগুলো আপনার জানতে ভালো লাগবে।

Updated By: Jan 30, 2016, 07:20 PM IST
 এ বছর মাধ্যমিক পরীক্ষার ১০ টি সবার জেনে রাখার মতো তথ্য

ওয়েব ডেস্ক: পরশু অর্থাত্‍ সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। হয়তো আপনার পরিবারেরই কেউ এবার বসছে জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা দিতে। পরিবারের কেই না হলে হয়তো, আত্মীয় কেউ অথবা পাড়ারই কোনও ভাই বা বোন। আমাদের তো মাধ্যমিক পরীক্ষা নিয়ে সবসময়ই আগ্রহ থাকে। তাই পরশু পরীক্ষা শুরুর আগে জেনে নিন এবারের মাধ্যমিক পরীক্ষার এক ডজন তথ্য। যেগুলো আপনার জানতে ভালো লাগবে।

১) এ বছর মোট ১১ লক্ষ ৫৩ হাজার ৪৩২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসছে।

২) গতবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মোট ১০ লক্ষ ৩৫ হাজার ৯৩০ জন।

৩) এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লক্ষ ১৭ হাজার ৫০২ জন।

৪) গত ৫ বছরের মধ্যে ২০১০ সালে সবথেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। সেবার সংখ্যাটা ছিল এবারের থেকে ৯৩ হাজার বেশি।

৫) এবার ছাত্রদের থেকে ১ লক্ষ ৮ হাজার ৮১২ জন বেশি ছাত্রী পরীক্ষা দিচ্ছে।

৬) এবার পরীক্ষা দিচ্ছে ৬ লক্ষ ৩১ হাজার ১২২ জন ছাত্রী। আর ছাত্র পরীক্ষা দিচ্ছে ৫ লক্ষ ২২ হাজার ৩১০ জন।

৭) এ বছর সবথেকে বেশি পরীক্ষা দিচ্ছে উত্তর ২৪ পরগণা জেলা থেকে। সেখান থেকে মোট ১ লক্ষ ৯ হাজার ৬২০ জন পরীক্ষার্থী রয়েছে এবার।আর কলকাতা থেকে পরীক্ষা দিচ্ছে ৩০ হাজার ৮১৮ জন।

৮) এ বছর মোট পরীক্ষকের সংখ্যা ৪৯ হাজার ৭০৩ জন। গতবার ছিল ৪৩ হাজার ৯৫৫ জন।

৯) এ বছর মোট প্রধান পরীক্ষকের সংখ্যা ৯২৭ জন। গতবার সংখ্যাটা ছিল ৮৯৬ জন।

১০) এ বছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭৪৮ টি। গত বছর সংখ্যাটা ছিল ২৭৩৪ টি।

.