একটু পরেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল

আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল নটায় ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। দশজনের মেধাতালিকাও প্রকাশিত হবে আজ। ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে দশ লক্ষ পরীক্ষার্থী।

Updated By: May 22, 2014, 08:16 AM IST

আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল নটায় ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। দশজনের মেধাতালিকাও প্রকাশিত হবে আজ। ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে দশ লক্ষ পরীক্ষার্থী।

সকাল দশটা থেকে ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে৷ যে সব ওয়েবসাইটে ফল জানা যাবে। সেগুলি হল : www.wbbse.org, http:/results.banglarmukh.gov.in, http:/wbresults.nic.in, www.calcuttatelephones.com, -সহ একাধিক ওয়েবসাইটে৷ এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে হলে : ‘রাইট মেসেজ ’ অপশনে গিয়ে লিখতে হবে WB10 এর পর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর৷ এসএমএস পাঠাতে হবে ৫৪২৪২ অথবা ৫৬২৬৩ নম্বরে৷

.