একটু পরেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল
আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল নটায় ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। দশজনের মেধাতালিকাও প্রকাশিত হবে আজ। ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে দশ লক্ষ পরীক্ষার্থী।
আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল নটায় ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। দশজনের মেধাতালিকাও প্রকাশিত হবে আজ। ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে দশ লক্ষ পরীক্ষার্থী।
সকাল দশটা থেকে ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে৷ যে সব ওয়েবসাইটে ফল জানা যাবে। সেগুলি হল : www.wbbse.org, http:/results.banglarmukh.gov.in, http:/wbresults.nic.in, www.calcuttatelephones.com, -সহ একাধিক ওয়েবসাইটে৷ এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে হলে : ‘রাইট মেসেজ ’ অপশনে গিয়ে লিখতে হবে WB10 এর পর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর৷ এসএমএস পাঠাতে হবে ৫৪২৪২ অথবা ৫৬২৬৩ নম্বরে৷