দেবীপক্ষের সূচণা

পুজো এসে গেল। জানান দিল মহালয়া। পিতৃপক্ষের শেষে এল দেবীপক্ষ। প্রতিবছরের মতো এবারও রাত থাকতেই দেখা গেল গঙ্গার ঘাটগুলিতে বহু মানুষের সমাগম। পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ। রাতের অন্ধকার যতো পরিষ্কার হয়েছে, ততই মানুষের ঢল নেমেছে ঘাটগুলিতে।

Updated By: Sep 27, 2011, 10:01 PM IST

পুজো এসে গেল। জানান দিল মহালয়া। পিতৃপক্ষের শেষে এল দেবীপক্ষ। প্রতিবছরের মতো এবারও রাত থাকতেই দেখা গেল গঙ্গার ঘাটগুলিতে বহু মানুষের সমাগম।  পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ। রাতের অন্ধকার যতো পরিষ্কার হয়েছে, ততই মানুষের ঢল নেমেছে ঘাটগুলিতে। মন্ত্রোচ্চারণ এবং তর্পনের আচার পূর্ণ করে গঙ্গাস্নান। ভিড় সামলাতে মোতায়েন ছিল পুলিস। স্ট্র্যান্ড রোড, কিরণশংকর রোড এবং গঙ্গা সংলগ্ন বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এ বারও তর্পণস্নান আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মন্দ্রিত ভাষ্যপাঠে সূচনা হল শারদোত্‍সবের। পুণ্যস্নান আর মন্ত্রোচ্চারণে পূর্বপুরুষকে স্মরণ করে এ বার অপেক্ষা বোধনের।
 

.