ধেয়ে আসছে `মহাসেন`

সতর্কতা! ধেয়ে আসছে `মহাসেন`। না, নতুন কোনও চিটফান্ড মালিকের হদিশ নয়। এই সেন মহাশয় হলো ঘূর্ণিঝড় মহাসেন। বৃহস্পতিবার মায়ানমার-বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার কথা ঘুর্ণিঝড় `মহাসেন`। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

Updated By: May 11, 2013, 04:42 PM IST

সতর্কতা! ধেয়ে আসছে `মহাসেন`। না, নতুন কোনও চিটফান্ড মালিকের হদিশ নয়। এই সেন মহাশয় হলো ঘূর্ণিঝড় মহাসেন। বৃহস্পতিবার মায়ানমার-বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার কথা ঘুর্ণিঝড় `মহাসেন`। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
এর জেরে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছেন আবহাওয়া দফতর।
তবে বড় কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনে নেই এ রাজ্যে। তবে আশার খবর, সোমবার থেকেই কমবে তাপমাত্রা। মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। মহাসেনের আগমনে আন্দামান উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে রাজ্যের উপকূলকেও।

.