রাজ্যে বালি লুঠ রুখতে কড়া Mamata, আনলেন স্যান্ড মাইনিং নীতি
বালি লুঠে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার স্যান্ড মাইনিং নীতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন নীতিতে বালি খাদানের নিলাম আর জেলাশাসকরা করবেন না। এবার থেকে নিলামের দায়িত্বে থাকবে রাজ্যের মিনারেল মাইনিং কর্পোরেশন।
মুখ্যমন্ত্রী এ দিন বলেন,'স্যান্ড মাইনিং নীতি তৈরি করলাম। অনেক সময় আমাদের নজরে আসে বা অভিযোগ আসছিল বহুদিন ধরে চেষ্টা করেও কিছু স্থানীয় মাফিয়ার জন্য করতে পারছি না। বালি, কয়লা, সুড়কি, পাথর - রাজ্যের সম্পদ। এগুলি জেলাশাসক নিলাম করেন। ৫ বছরের জন্য দেওয়া হলে যতটা নেওয়ার কথা তার ৪ গুণ নিয়ে পালিয়ে যায়। রাজ্যের প্রাকৃতিক সম্পদ নষ্ট করা যাবে না। এতে পরিবেশ নষ্ট হয়। কমে সরকারের আয়।'
নিলামপ্রক্রিয়াকে কেন্দ্রীকরণ করা হয়েছে বলে জানান মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'এখানে আমরা মিনারেল মাইনিং কর্পোরেশনকে শক্তিশালী করছি। জেলাশাসকরা নিলাম করতেন। এখন কেন্দ্রীভূত করে মিনারেল মাইনিং কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হল। মুখ্যসচিব ও অর্থসচিব তদারকি করবেন। সিসিটিভি থেকে ডিজিটাল ব্যবস্থা করা হবে।'
বালি লুঠে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তাঁর বার্তা,'স্থানীয় সম্পদ লুঠ করা যাবে না। বালি প্রাকৃতিক সম্পদ রাজ্যের সম্পদ। মাটি রাজ্যের সম্পদ। সুড়কি রাজ্যের সম্পদ। মনে রাখবেন কয়লা কেন্দ্রের আওতায়। ওরা দোষ দিয়ে বেড়ায় অন্যদের। সিআইএসএফ-কে দেখতে হবে ব্যাপারটা। আমরা শক্ত হাতে ধরার চেষ্টা করছি। সবটা অনলাইনে হবে। যাতে স্বচ্ছতা থাকে। সাধারণ মানুষের জন্য ফোন নম্বর দেওয়া থাকবে। সেখানে অভিযোগ এলে ব্যবস্থা নেব। সরকার অফিসার, কর্মচারী বা রাজনৈতিক নেতা- কাউকে রেয়াত করা হবে না।'
আরও পড়ুন- ভোটের পর দিল্লিতে Modi-Mamata প্রথম সাক্ষাৎ, নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী