নিজস্ব প্রতিবেদন: রাজ্যে কোভিড পরিস্থিতির মোকাবিলায় বেসরকারি ও কর্পোরেট সংস্থাগুলিকে সহযোগিতার আহ্বান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন,''রাজ্যকে কোভিড টিকা কিনতে হচ্ছে। তার অনেক দাম। কর্পোরট সংস্থাগুলি রাজ্যের তহবিলে টাকা-পয়সা দিয়ে সাহায্য করুন।''
মমতা এ দিন বলেন, ''মেডিক্যাল কলেজগুলিকে অক্সিজেন প্ল্যান্ট তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে। প্লাজমা ব্যাঙ্কের সংখ্যা বাড়ানো হয়েছে। কোভিড চিকিৎসায় ৩০ হাজার শয্য়া রয়েছে রাজ্যে। অনেক কর্পোরেট সেক্টর জায়গা দিয়ে হেল্প করেছে। কিশোর ভারতী মেডিকাকে দিয়ে চালাচ্ছি। উত্তীর্ণ চালাচ্ছি। কর্পোরেট হাউসগুলি তাদের বিল্ডিং দিয়েছে। এমনকি বিনা পয়সায় খাবার দেওয়ার কথা বলেছে হোটেল। আমরা কৃতজ্ঞ।''
মমতার সংযোজন,''কোভিডের টিকা কিনতে হচ্ছে। অনেক দাম। তাই জনগণ ও কর্পোরেট হাউসগুলি একটু হেল্প করুন। টাকা-পয়সা দিয়ে ফান্ডে হেল্প করুন। এর প্রত্যেকটা পয়সা অডিট হবে। এটা আমার কাছে আসে না। এটা পুরোটা অর্থ দফতর দেখে। ওদের আলাদা অডিট আছে। এটা পেলে আমরা বেড বাড়াতে বাড়ব। টাকা-কড়ি দিয়ে সাহায্য করছে না কেন্দ্র। টাকা এলে কোভিড বেড, ভ্যাকসিন, পরিকাঠামো থেকে শুরু করে সবটাই ব্যবস্থা করতে পারব। অনেকে হাত বাড়িয়েছেন। ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাব।''
আরও পড়ুন- রাজ্যে সব নাগরিককে ফ্রি-তে টিকা, সম্পূর্ণ লকডাউনে সায় নেই Mamata-র
টিকার অনেক দাম, জনগণ ও কর্পোরেট হাউসগুলি টাকা-পয়সা দিয়ে ফান্ডে হেল্প করুন: Mamata