নিজস্ব প্রতিবেদন: কলকাতা চলচ্চিত্র উত্সবে প্রতিবারই নিয়ম করে আসেন শাহরুখ খান। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনিই। শাহরুখ নিজেই বারবার জানিয়েছেন, দিদির আমন্ত্রণ ফেলতে পারেন না। আর শাহরুখ যে তাঁর ভাই, সেটা আবারও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মনে করিয়ে দিলেন, শাহরুখকে প্রতিবারই আসতেই হবে। বাংলায় দুর্গাপুজো দেখার আমন্ত্রণও করলেন শাহরুখকে।                       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা চলচ্চিত্র উত্সবে স্বকীয়ভঙ্গিতে মমতার মন্তব্য,''শাহরুখ নো ছুট্টি, তাহলে কাট্টি।'' এরপর মমতার মুখে শাহরুখের ভূয়সী প্রশংসা। বললেন,  '' আমরা সবাই মনে করি ও আমাদের খুব প্রিয়। আজ সারা পৃথিবীতে নাম করেছে। ও খুব সিম্পল। বেস্ট বয়। অহংকার নেই। ঔদ্ধত্য নেই। মানুষকে ভালবাসে। মানবিকতাকে ভালবাসে।'' নজরুলের একই বৃন্তে দুটি কুসুমের মতো মমতার সংযোজন, একদিকে শাহরুখ। একদিকে সৌরভ। আমার ভীষণ ভালো লেগেছে।''



মহেশ ভট্ট ও শাহরুখ খানকে বাংলায় দুর্গাপুজো দেখার আমন্ত্রণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশি অতিথিদেরও একবার দুর্গাপুজোয় আসার আহ্বান করেন।    


আরও পড়ুন- চলচ্চিত্র উৎসবে শাহরুখকে রবি ঠাকুরের কবিতা শেখালেন রাখী