রক্তে ভিজছে রাজ্য, মুখ্যমন্ত্রী মেতে মহানায়কের প্রয়াণদিবসের অনুষ্ঠানে
হিংসায় রক্তাক্ত পঞ্চায়েত। ঘটেছে প্রাণহানি। হিংসা রেয়াত করেনি শিশুদেরও। বোমার ঘায়ে জখম হয়েছে চার শিশু। ঠিক সেই সময়ে ফের কোটি কোটি টাকা খরচ করে উত্সব। এবার উত্তম কুমারকে নিয়ে মাতলেন মুখ্যমন্ত্রী।
হিংসায় রক্তাক্ত পঞ্চায়েত। ঘটেছে প্রাণহানি। হিংসা রেয়াত করেনি শিশুদেরও। বোমার ঘায়ে জখম হয়েছে চার শিশু। ঠিক সেই সময়ে ফের কোটি কোটি টাকা খরচ করে উত্সব। এবার উত্তম কুমারকে নিয়ে মাতলেন মুখ্যমন্ত্রী।
পঞ্চায়েত চলছে। হিংসা চলছে। প্রাণহানির একের পর এক ঘটনায় রক্তাক্ত পঞ্চায়েত ভোট। এরইমধ্যে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে উত্সবে মাতছে রাজ্য।
আজ বুধবার ২৪ জুলাই। মহানায়ক উত্তমকুমারের প্রয়াণদিবস। নজরুল মঞ্চে মহানায়ক পুরস্কারের আয়োজন করেছে রাজ্য। চোখ ধাঁধানো সেই অনুষ্ঠানে হাজির থাকবে গোটা টলিউড।
তিনটে প্রেক্ষাগৃহের আদলে তৈরি হয়েছে মঞ্চ।
আমন্ত্রিত রাজ্যের বণিকসভার কর্ণধারেরাও। তবে আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়েছে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, মীরা পাণ্ডে বা অশোক গঙ্গোপাধ্যায়ের নাম।
চলচ্চিত্রে বিশেষ বিশেষ অবদানের জন্য মহানায়ক সম্মান, লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান, চলচ্চিত্র পুরস্কার দেবে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর প্রায় পঞ্চাশজন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। মহানায়ক সম্মান একলক্ষ এবং বিশেষ চলচ্চিত্র পুরস্কার পঞ্চাশ হাজার টাকা।
প্রশাসনিক সূত্রে খবর এরইমধ্যে তিনজন মনোনীত হওয়া সত্ত্বেও সম্মান নিতে অস্বীকার করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়। হিংসায় উত্তপ্ত রাজ্য। এরইমধ্যে উত্তম কুমারের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে শিল্পী এবং বণিকমহলকে পাশে নিয়ে ভাবমূর্তি পুনরুদ্ধারে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।