বাংলা টপ অব দ্য টপ, আগামী বছর বিশ্বসেরা হবে, হিংসা করলে হবে না, দিলীপকে মমতা
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল পাওয়ার পর আধা বাঙালি বলে কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
নিজস্ব প্রতিবেদন: বাংলা ইজ দ্য টপ অব দ্য টপ। হিংসা করলে হবে না। নবান্ন সভাঘরে বিশ্ববাংলা শারদ সম্মানপ্রদান অনুষ্ঠানে এভাবেই বিজেপিকে নাম না করে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করেন, বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তিকেও।
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল পাওয়ার পর আধা বাঙালি বলে কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিজিৎবাবুর মা মরাঠি। বুধবার তাঁর বালিগঞ্জের বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী দিলীপের নাম করে বলেন,''খারাপ লাগছিল, আমাকে যদি কেউ প্রশ্ন করেন, আপনি আধা বাঙালি না আধা মারোয়াড়ি। আধা বাঙালি না আধা মারোয়াড়ি। কথাটা কি ঠিক? মায়ের কোনও জাত হয় না, বর্ণ হয় না। মা আধাআধি হয় না, মা পুরো হয়। মায়ের আঁচলের মর্যাদা তাঁরাই বোঝে, যাঁরা মাকে ভালোবাসে।''
বাংলা থেকে বিজ্ঞানী তৈরি হয় না বলে বলে গিয়েছিলেন অমিত শাহ। দিয়েছিলেন সোনার বাংলা গড়ার ডাক। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, ''বাংলায় নাকি বিজ্ঞানী হয় না। আমাদের বাংলা কিন্তু এরকম নয়। নাসা থেকে ভাষা, বাংলা ইজ দ্য টপ অব দ্য টপ। যত বিজ্ঞানী বার করুন। অ্যাপল, আইটি টুইটার, নাসাই বলুন বা ভাষাই বলু সব জায়গায় বাংলার ছেলেমেয়েরা। সেটা দেখে হিংসে করলে হবে না। বাংলা অস্তিত্বের ঠিকানা। আগামী দিনে দেখতে চাই, আমাদের ছেলেমেয়েরা সারা বিশ্বে সবটাই জয় করবে।''
আরও পড়ুন- 'ওরে আমার কাঁচা' মন্ত্রে সিপিএমের রাজ্য সংগঠনে ব্যাপক রদবদল, সরলেন পক্ককেশীরা